ক্যাপটেন
উর্ধ্বে বাড়ায়ে হাত করিলু কর্ণপাত,
উপদেশ দিলুম তোমায়,
তুমি কি দেখ নাই,
মোরা কষ্ট করেছি,
রোদ্রে পুড়েছি
যুদ্ধ করেছি জয়।
মোদের ছিল না কোন ভয়।
মোদের ছিল ক্যাপটেন।
তিনি মোদের লক্ষ্যকরে অস্ত্র বাড়িয়ে দেন।
তিনি বলিলেন স্বজোড়ে “যুদ্ধ কর ঝাপিয়ে পড় জীবন রক্ষার কাজে।
মোদের দেশের ক্ষমতা ওদের নাতো সাজে।”
তুমি কি তখনো ঘুমিয়ে ছিলে বাঙালী।
আজ অবধি বীরের স্থপতি তিনিই ছিলেন।
তিনি ক্যপটেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনি চির অম্লান।
উপদেশ দিলুম তোমায়,
তুমি কি দেখ নাই,
মোরা কষ্ট করেছি,
রোদ্রে পুড়েছি
যুদ্ধ করেছি জয়।
মোদের ছিল না কোন ভয়।
মোদের ছিল ক্যাপটেন।
তিনি মোদের লক্ষ্যকরে অস্ত্র বাড়িয়ে দেন।
তিনি বলিলেন স্বজোড়ে “যুদ্ধ কর ঝাপিয়ে পড় জীবন রক্ষার কাজে।
মোদের দেশের ক্ষমতা ওদের নাতো সাজে।”
তুমি কি তখনো ঘুমিয়ে ছিলে বাঙালী।
আজ অবধি বীরের স্থপতি তিনিই ছিলেন।
তিনি ক্যপটেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনি চির অম্লান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬খুব সুন্দর কবিতা , পরে মুগ্ধ হলাম কবি।
-
ইন্তিখাব আলম ১০/১২/২০১৬দারুণ লেখনী।