আধুনিক মেয়ে
ঐ চেংড়ি তুই যাবি কোথায়?
টেডি জুতা পায়।
ঠুট রাঙিয়ে, চুস পড়িয়ে এলোকেশি হায়।
হাতে আছে কাঁকন বালা ,কাধেঁ আছে ব্যাগ,
নখে আছে লম্বা চারি,
রং বাহারের নেইকো জুড়ি।
ডগড় ডগড় চোখ দুটি তার হেলে দুলে চলে।
মোবাইলে তার প্রেমের কথা আড়ি পেতে শুনে।
বাপ মায়ের ধার ধারে না আপন ইচ্ছায় চলে।
ঘন্টার পর ঘন্টা সে যে মোবাইলে কথা বলে।
ইন্টারনেট অন করে ফেইসবুকে ঢুকে
বেহায়াপনা নগ্নতা আর উলঙ্গ ছবি দেখে।
সঙ্গী তাহার বয় ফ্রেন্ড র্শাট পেন্ট পড়ে।
নিশিত রাতে আড্ডা দেয় সে ক্লাবে ও বারে।
নেশাপানে বিভোর হয়ে অচেতন হয়ে পড়ে
সঙ্গী তাহার বয় ফ্রেন্ড চরিত্র হরন করে।
জীবনের বড় ধন চরিত্র, করিল অপবিত্র।
সমাজে কলংকিত, বাপ মা হয় সংকিত।
জীবন তাহার এলোমেলো, দু:খের নাহি শেষ।
আধুনিক মেয়েদের এভাবেই হয় জীবন নি:শেষ।
টেডি জুতা পায়।
ঠুট রাঙিয়ে, চুস পড়িয়ে এলোকেশি হায়।
হাতে আছে কাঁকন বালা ,কাধেঁ আছে ব্যাগ,
নখে আছে লম্বা চারি,
রং বাহারের নেইকো জুড়ি।
ডগড় ডগড় চোখ দুটি তার হেলে দুলে চলে।
মোবাইলে তার প্রেমের কথা আড়ি পেতে শুনে।
বাপ মায়ের ধার ধারে না আপন ইচ্ছায় চলে।
ঘন্টার পর ঘন্টা সে যে মোবাইলে কথা বলে।
ইন্টারনেট অন করে ফেইসবুকে ঢুকে
বেহায়াপনা নগ্নতা আর উলঙ্গ ছবি দেখে।
সঙ্গী তাহার বয় ফ্রেন্ড র্শাট পেন্ট পড়ে।
নিশিত রাতে আড্ডা দেয় সে ক্লাবে ও বারে।
নেশাপানে বিভোর হয়ে অচেতন হয়ে পড়ে
সঙ্গী তাহার বয় ফ্রেন্ড চরিত্র হরন করে।
জীবনের বড় ধন চরিত্র, করিল অপবিত্র।
সমাজে কলংকিত, বাপ মা হয় সংকিত।
জীবন তাহার এলোমেলো, দু:খের নাহি শেষ।
আধুনিক মেয়েদের এভাবেই হয় জীবন নি:শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন সবসময়।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০৪/১২/২০১৬নিশি বন্ধুদের নিয়ে বাবা মাকে হত্যা করে এখন ও জেলে আছেন মূলত তাকে উদ্দেশ্য করেই লেখ হয়েছে