বারমাসী আমি তোমায় ভালবাসি
গ্রীষ্মের দক্ষিণা হাওয়া,
যখন দোল খায় তোমার চুলে
আমি চেয়ে থাকি তোমার দিকে
তোমার ওই চোখ যেন কিছু বলে।
তোমার ওই করুন চাহনি দেখে
প্রেমের দুপুরে রোদ্রের আলো মেখে,
আমি তোমার কাছে আসি বলতে শুধু একটা কথা,
বারো মাসই আমি তোমায় ভালবাসি।
বর্ষার অঝোর ধারায়,
শ্রাবনের সেই বৃষ্টিতে
মন বলে তোমার সাথে ভিজি,
যদি তুমি হও রাজি।
শরৎ এর এক জ্যোৎস্না ভরা রাতে,
যদি তুমি তোমার হাতটা রাখ আমার হাতে,
যদি থাক আমার কাছাকাছি,
তখন বলতে ইচ্ছে হয়
বারো মাসই আমি তোমায় ভালবাসি।
হেমন্তের সেই শিশির ভেজা ঘাসে,
যদি তোমার কথা আসে
আমি তবে তা শুনব
আর মনে মনে তোমার প্রহর গুণব।
শীতের ওই কুয়াশা আচ্ছাদিত সকালে,
তোমার সাথে একটু বাইরে বের”ই, মন বলে।
চল না আজ কোথাও হারাই দুজনে,
সেখানে পাতব এক ঘর,
থাকব সারা জীবন দুজনে।
বসন্ত এলে,
যখন গাছ গুলোতে আসবে নতুন পাতা।
ডাকবে কত পাখি,
আমার মনের ছোট্ট কথা তোমায় বলে রাখি,
বারো মাসই, আমি তোমায় ভালবাসি।
যখন দোল খায় তোমার চুলে
আমি চেয়ে থাকি তোমার দিকে
তোমার ওই চোখ যেন কিছু বলে।
তোমার ওই করুন চাহনি দেখে
প্রেমের দুপুরে রোদ্রের আলো মেখে,
আমি তোমার কাছে আসি বলতে শুধু একটা কথা,
বারো মাসই আমি তোমায় ভালবাসি।
বর্ষার অঝোর ধারায়,
শ্রাবনের সেই বৃষ্টিতে
মন বলে তোমার সাথে ভিজি,
যদি তুমি হও রাজি।
শরৎ এর এক জ্যোৎস্না ভরা রাতে,
যদি তুমি তোমার হাতটা রাখ আমার হাতে,
যদি থাক আমার কাছাকাছি,
তখন বলতে ইচ্ছে হয়
বারো মাসই আমি তোমায় ভালবাসি।
হেমন্তের সেই শিশির ভেজা ঘাসে,
যদি তোমার কথা আসে
আমি তবে তা শুনব
আর মনে মনে তোমার প্রহর গুণব।
শীতের ওই কুয়াশা আচ্ছাদিত সকালে,
তোমার সাথে একটু বাইরে বের”ই, মন বলে।
চল না আজ কোথাও হারাই দুজনে,
সেখানে পাতব এক ঘর,
থাকব সারা জীবন দুজনে।
বসন্ত এলে,
যখন গাছ গুলোতে আসবে নতুন পাতা।
ডাকবে কত পাখি,
আমার মনের ছোট্ট কথা তোমায় বলে রাখি,
বারো মাসই, আমি তোমায় ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি শেখ ফয়সাল ০৫/১২/২০১৬ভালো লেখনী...
-
ইন্তিখাব আলম ০৪/১২/২০১৬দারণ লেখনী।
-
ইন্তিখাব আলম ০৪/১২/২০১৬খুব সুন্দর লাগল