ফরমালিন মানব
মোটা টাকার নুপুরে, স্থান সুরু পায়ে তে!
এক টাকার টিপে থাকে নারীর কপালে।
তিতকুটে জ্ঞান দেয়া সেই বন্ধু,
সেই প্রকৃত সিন্ধু!
ইতিহাসে বর্ণন -
নুনে -তে হয় না কভু পোকার আগমন ;
মিষ্টিতে পোকার নিরন্তর সমাগম!
মোমবাতি জ্বালায়ে মৃতের স্মরণ,
মোমবাতি নিভায়ে করো তব জন্মদিন পালন..?
সোঁজা পথে নাহি চলে পথিকের মন;
বাঁকা পথে বাড়ায় নিজের চরণ।
মদ বেঁচা, বেঁচে মদ বসে পালঙ্কে,
দুধ বেঁচা, বেঁচে দুধ দৌড়ায়ে দুয়ারে!
বলো গোয়ালরে, পানি নেই তো দুধে?
মদের বেলায় ঢাল পানি অনন্ত সাদরে!
জানোয়ার বলিলে ক্ষেপে যাও তুমি,
বাঘ বলিলে খুশি হও কেন শুনি..?
এক টাকার টিপে থাকে নারীর কপালে।
তিতকুটে জ্ঞান দেয়া সেই বন্ধু,
সেই প্রকৃত সিন্ধু!
ইতিহাসে বর্ণন -
নুনে -তে হয় না কভু পোকার আগমন ;
মিষ্টিতে পোকার নিরন্তর সমাগম!
মোমবাতি জ্বালায়ে মৃতের স্মরণ,
মোমবাতি নিভায়ে করো তব জন্মদিন পালন..?
সোঁজা পথে নাহি চলে পথিকের মন;
বাঁকা পথে বাড়ায় নিজের চরণ।
মদ বেঁচা, বেঁচে মদ বসে পালঙ্কে,
দুধ বেঁচা, বেঁচে দুধ দৌড়ায়ে দুয়ারে!
বলো গোয়ালরে, পানি নেই তো দুধে?
মদের বেলায় ঢাল পানি অনন্ত সাদরে!
জানোয়ার বলিলে ক্ষেপে যাও তুমি,
বাঘ বলিলে খুশি হও কেন শুনি..?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ০৭/০৮/২০১৭বেশ
-
আতাম মিঞা ২৫/০৫/২০১৭বাস্তব দ্রোহ খচিত বচন।ধন্যবাদ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৫/২০১৭ভালো।
-
আলম সারওয়ার ২৪/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭মদ সকলের বর্জন করে চলা উচিৎ। ফরমালিন ......! সেটা কি দুধে নাকি মদে মিশিয়েছে সে ? ?