www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক হাতে তালি বাজে

লোডশেডিং...
সাইকেল করে বাজার থেকে বাসায় ফিরছি...  রাস্তা অন্ধকার থাকায় ফোন ফ্লাস অন করলাম।
চলছি অন্ধকারে...
অর্ধেকের বেশি পথ অতিক্রম করতে করতে ফোন ফ্লাস দেখে দু জোড়া মেয়ে থেকে ২/৩জন ফিরে তাকালো।
অতিক্রম করতে করতেই একজন বলে উঠলো,  "ইশ!  কেউ যদি সাইকেলে করে নিয়ে যাইতো! "
আমি বুঝতে পারছি, ইঙ্গিতের তীরের নিশানা আমার দিকে।
অনেকটা সংকোচ হয়ে চুপচাপ প্যাডেল স্পিড বারিয়ে ছুঁটলাম।
মেয়েরা ক্লাস ০৯ অবধি পড়ে ধারণা করা যায়।
এরকম প্রায়ই কিছু দুষ্ট মেয়ের দল ছেলেদের সাথে কুচারণ করে।
যদি সেটা দুষ্ট মেয়ে বনাম দুষ্ট ছেলে হয়, তাহলে তৎক্ষণাত অঘটনের আবহাওয়ায় আকাশে মেঘ জমতো..!
-
অন্ধকারে বখাটে ছেলের হাতে সেই দুষ্ট মেয়ের ইজ্জতে হামলাটা হতে পারে এমন আশংকা করাই যায়।
ধরুন লোডশেডিং-এর সমাপ্তি ঘটলো।
ফক ফক আলোতে বখাটের হাতে ইজ্জতে হামলার স্বীকার দুষ্ট মেয়েটির দোষ ঢেকে যাবে অন্ধ দুনিয়ার আলো তে....!
বখাটের হবে সর্বনাস..!
মিডিয়া, রাজনীতিবিদ,  সমাজ সকলে চাইবে বখাটের প্রাণদন্ড।
সঙ্গে বখাটের পরিবারে নেমে আসবে কালো ঘূর্ণিঝড়..!
কলঙ্কিত বন্যায় আরো ডুবে যাবে পুরুষ সমাজ..!
স্লোগানে, ব্যানারে,  মিডিয়ায়। - হীনতায় পুরুষ সমাজ।
দশের চোখে একমাত্র পুরুষরাই একহাতে তালি বাজানোর কৃতিত্ব পাই।
.
অন্ধ সভ্য সমাজ, "গোড়ার দূরত্ব মাপতে চায় না,
চায় শুধু আগালির মাপ"।  পারলে, আগালি কে টানা হেছড়া করে কয়েকগুণ বৃদ্ধি করার প্রাণন্তর চেষ্টা করে।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লেখাটা যখন গল্প বিভাগে প্রকাশিত হয়েছে তখন পুরোটাই গল্পের মাধ্যমে শেষ করা উচিৎ ছিল । শব্দের বানানগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল । তবুও থিম নিশ্চয়ই ভালো । তবে বিষয় বাস্তবে কম দৃশ্যমান । বরঞ্চ উল্টোটাই বাস্তব সমাজে বেশী দৃশ্যমান । আশা করি এই বিভাগে প্রকাশ করার আগে লেখাটা ঠিক বিভাগে প্রকাশ করছেন কিনা পরবর্তীতে দেখে নেবেন । শুভকামনা রইল ।
  • তুষার রায় ২৩/০৫/২০১৭
    ব্যাপারটা ভাবার এবং সচেতন হওয়ার
  • আলম সারওয়ার ২২/০৫/২০১৭
    অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার
  • Tanju H ২২/০৫/২০১৭
    দারুন লিখছেন
 
Quantcast