www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসি ঠাকুরগাঁও

উত্তর বাংলার সেরা গাঁও,
সে তো মোদের-ই ঠাকুরগাঁও।
ঊনিশ-শ-চুরাশি তে হয়েছিল জেলা,
মোদের প্রিয় ঠাকুরগাঁও।
-
জেলা আমার ঠাকুরগাঁও,
মোরা ঠাকুরগাঁও বাসী ;
সুখ, দুঃখে মোরা একে অপরের সাথী।
একসাথে মিলেমিশে মোরা সকলে থাকি।
এ গাঁও কে আমরা অনেক ভালবাসি।
-
পীর, আউলিয়া, দরবেশগণ-
ঠাকুরগাঁও-এ করিয়াছেন আগমন।
এশিয়া মহাদেশের প্রাচীন সূর্যপুরি,
নিয়েছে বিশ্ববাসীর মন-কারী!
দলে দলে ছুঁটে সকলে বালিয়াডাঙ্গীর হরিণমারী।
-
নূরে ভড়া জামালপুরের প্রাচীন মসজিদ,
নামাজ করি আদায় ওয়াক্ত, জুম্মা, ঈদ।
-
সবুজ, শ্যামলা মোদের গাঁও,
ভালবেসে বলি প্রাণের গাঁও ;
হামার প্রিয় ঠাকুরগাঁও।
দেশবাসী শুনে যাও,
উত্তর বাংলার সেরা গাঁও,
মোদের-ই ঠাকুরগাঁও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast