বিজয় ঠাকুরগাঁও
আজি ৩রা ডিসেম্বর,
আজি মুক্ত দিবস মোদের।
.
ঠাকুরগাঁওয়ের দামাল সন্তানেরা,
৭১-এর এই দিনে,
বিজয় ছিনিয়ে এনেছিলো তাঁরা।
আজীবন চিরকৃতজ্ঞ থাকবো মোরা।
.
পাক হানাদার বাহিনী,
শুনেছি, তোদের নির্মম অত্যাচারের
কাহিনী...!
আমাদের বীরেরা তোদের ছাড়েনি,
মরার ভয় করেনি ।
.
শুনেছি, মোদের বীরদের কাহিনী,
অস্ত্রভরা পাক বাহিনী;
অস্ত্রহীন ছিল মোদের বীর বাহিনী,
তবুও তাদের ধার ধারেনি।
.
আজি ঠাকুরগাঁওয়ের মুক্ত দিবস,
স্মরণ করছি মোরা নিরলস।
আজি মুক্ত দিবস মোদের।
.
ঠাকুরগাঁওয়ের দামাল সন্তানেরা,
৭১-এর এই দিনে,
বিজয় ছিনিয়ে এনেছিলো তাঁরা।
আজীবন চিরকৃতজ্ঞ থাকবো মোরা।
.
পাক হানাদার বাহিনী,
শুনেছি, তোদের নির্মম অত্যাচারের
কাহিনী...!
আমাদের বীরেরা তোদের ছাড়েনি,
মরার ভয় করেনি ।
.
শুনেছি, মোদের বীরদের কাহিনী,
অস্ত্রভরা পাক বাহিনী;
অস্ত্রহীন ছিল মোদের বীর বাহিনী,
তবুও তাদের ধার ধারেনি।
.
আজি ঠাকুরগাঁওয়ের মুক্ত দিবস,
স্মরণ করছি মোরা নিরলস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬খুব সুন্দর কবিতা, পরে মুগ্ধ হলাম।
-
ইন্তিখাব আলম ১০/১২/২০১৬খুব সুন্দর।