পর শ্রেয় চিরন্তন
মানুষ হয়ে মানুষকে চিনতে পারার সামর্থ্য আদৌ কারো হয় নি...!
প্রত্যেকটি মানুষই অভিনেতা/অভিনেত্রী..!
কার ভেতর কি থাকে বলা দ্বায়।
ধরো, আমি তোমার সাথে বলছি কথা,
তুমি অদম্য নতুন কিছু জানার প্রতিক্ষায় আছো আমার সামনে দাঁড়িয়ে...
যা জানতে চাও, আমি বেচারি তা ঠিকি জানি..!
দেখছি আমি যা জানি, তুমি তা জেনে আমার মাথায় পড়বে চেপে..!
আমি বাঙালি, নিজের ভাল ভালোই জানি...
তাই, তোমার মত কাছের কারো কাছে হেরে, তুমি আমাকে দিয়ে আমার উপরে চড়ে বসবে।
আর শোভাকাঙ্খীদের কাছে আমি মূল্যহীন হয়ে তুমি হবে চরম দামি,
এভাবে বলো ক্যামনে নিচে নামি??
দেখাব পথ পরকে, সে আমার থেকে বড় হলেও সে কৃতজ্ঞ থাকবে, আর আমি তার কাছে হয়ে যাব প্রবাদের মত সত্য, বলবে সে আপনার চেয়ে পর ভাল।
ঠিক তেমনি, তোমারও হবে গতি। তুমিও করবে প্রবাদ কে চিরন্তন থেকে চিরন্তন সত্য...
তোমাকে এসব খুলে বললাম, ভেবো না আমি খারাপ...! প্রবাদ যে এভাবেই চিরন্তন থেকে চিরন্তন সত্য হয়ে প্রতিফলিত হবে, হতে থাকবে, অপরিবর্তিত হয়ে ঘুরবে , তারই একটি উদাহরণ দিলাম তোমায়,
কাছের মানুষ যতোই আপন হোক না কেন..?
সে কখনোই নিজের অবস্থান তোমার থেকে ছোট করতে চাইবে না...
প্রবাদ কখনো মিথ্যা হয় না... তুমি কাছের মানুষ থেকে কখনোই বেশি কিছু আশা করবে না..
পরের সঙ্গ নাও, জীবনকে সাফল্য দাও...!
প্রত্যেকটি মানুষই অভিনেতা/অভিনেত্রী..!
কার ভেতর কি থাকে বলা দ্বায়।
ধরো, আমি তোমার সাথে বলছি কথা,
তুমি অদম্য নতুন কিছু জানার প্রতিক্ষায় আছো আমার সামনে দাঁড়িয়ে...
যা জানতে চাও, আমি বেচারি তা ঠিকি জানি..!
দেখছি আমি যা জানি, তুমি তা জেনে আমার মাথায় পড়বে চেপে..!
আমি বাঙালি, নিজের ভাল ভালোই জানি...
তাই, তোমার মত কাছের কারো কাছে হেরে, তুমি আমাকে দিয়ে আমার উপরে চড়ে বসবে।
আর শোভাকাঙ্খীদের কাছে আমি মূল্যহীন হয়ে তুমি হবে চরম দামি,
এভাবে বলো ক্যামনে নিচে নামি??
দেখাব পথ পরকে, সে আমার থেকে বড় হলেও সে কৃতজ্ঞ থাকবে, আর আমি তার কাছে হয়ে যাব প্রবাদের মত সত্য, বলবে সে আপনার চেয়ে পর ভাল।
ঠিক তেমনি, তোমারও হবে গতি। তুমিও করবে প্রবাদ কে চিরন্তন থেকে চিরন্তন সত্য...
তোমাকে এসব খুলে বললাম, ভেবো না আমি খারাপ...! প্রবাদ যে এভাবেই চিরন্তন থেকে চিরন্তন সত্য হয়ে প্রতিফলিত হবে, হতে থাকবে, অপরিবর্তিত হয়ে ঘুরবে , তারই একটি উদাহরণ দিলাম তোমায়,
কাছের মানুষ যতোই আপন হোক না কেন..?
সে কখনোই নিজের অবস্থান তোমার থেকে ছোট করতে চাইবে না...
প্রবাদ কখনো মিথ্যা হয় না... তুমি কাছের মানুষ থেকে কখনোই বেশি কিছু আশা করবে না..
পরের সঙ্গ নাও, জীবনকে সাফল্য দাও...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১২/২০১৬------কিন্তু গল্প নয়।
-
সোলাইমান ১৩/১২/২০১৬ভাল লাগলো কবি ।
বেশ তো। -
মোনালিসা ১১/১২/২০১৬অসাধারণ
-
নিয়াজ আজিজ দ্বীপ ১০/১২/২০১৬?!
-
মোমিনুল হক আরাফাত ১০/১২/২০১৬গল্পটা বুঝতে পারলাম না। ধন্যবাদ
-
সৈয়দ আশিকুজ্জামান-আশিক ১০/১২/২০১৬Really i am extremely happy for your writing. Carry On.
-
রেজওয়ান উল হক জীবন ০৮/১২/২০১৬৩০ঘন্টা হয়ে গেল....
পাবলিস হল না...!