গণতন্ত্রেররূপ
আমার গণতন্ত্রের চর্চা সমকামিতা নয়
অামার গণতন্ত্রের চর্চা অবাধ যৌন বিচরণ নয়
কোন বিশেষ গোষ্ঠীর সমবেত স্লোগান জমায়েত
স্বার্থ ভোগের বিকৃত গণতন্ত্র ছ্ড়া ভিন্ন কিছু নয়
গণতন্ত্র বিষয় হবে সুস্থ চিন্তাবাগ সর্বজনীন।
আমি সুস্থ বিবেকবান মানুষ, কর্মে তার পরিচয়।।
অামার গণতন্ত্রের চর্চা অবাধ যৌন বিচরণ নয়
কোন বিশেষ গোষ্ঠীর সমবেত স্লোগান জমায়েত
স্বার্থ ভোগের বিকৃত গণতন্ত্র ছ্ড়া ভিন্ন কিছু নয়
গণতন্ত্র বিষয় হবে সুস্থ চিন্তাবাগ সর্বজনীন।
আমি সুস্থ বিবেকবান মানুষ, কর্মে তার পরিচয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের (অথবা কোন সংগঠনের) এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। বাট আমরা গনতন্ত্রের মধ্যেই আছি। হাহাহা...হায়রে বাংলার গনতন্ত্র?
-
আবু সঈদ আহমেদ ০৪/০৮/২০১৪একমত কবি।
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪বেশ সুন্দর বলেছেন।