কবি হওয়ার স্বাদ
যার জন্য রোজ লিখছি
সে কিন্তু রোজ পড়ছে না
মনের কথা কবিতায় সাজানো
কিছুই তাকে জানানো যাচ্ছেনা।
।
কবি হওয়ার স্বাদটা বুঝি
আর পূরণ হবেনা।
রোজ এক ঘুয়ে স্বপ্নযাথা
মথা চড়কাবেনা।
কানের পাশে বাতাস গুন গুন
গান করবেনা।।
নিহাত অামার কাব্য ভাবনা
কাব্য হলোনা।।
কবি হওয়ার স্বাদটা বুঝি
অার পূরণ হলো না।।
কবির কাছে পাঠক সবি
পাঠক বুঝল না।।।।
সে কিন্তু রোজ পড়ছে না
মনের কথা কবিতায় সাজানো
কিছুই তাকে জানানো যাচ্ছেনা।
।
কবি হওয়ার স্বাদটা বুঝি
আর পূরণ হবেনা।
রোজ এক ঘুয়ে স্বপ্নযাথা
মথা চড়কাবেনা।
কানের পাশে বাতাস গুন গুন
গান করবেনা।।
নিহাত অামার কাব্য ভাবনা
কাব্য হলোনা।।
কবি হওয়ার স্বাদটা বুঝি
অার পূরণ হলো না।।
কবির কাছে পাঠক সবি
পাঠক বুঝল না।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি আই রাজন ২২/০৬/২০১৪সুন্দর হয়েছে।
-
মাহাদী সাগর ২১/০৬/২০১৪সত্যিই ভাল হয়েছে
-
কবি মোঃ ইকবাল ২১/০৬/২০১৪অসাধারন লিখনী কবি। শুভেচ্ছা রইলো।