www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাঢ্য মন্ত্রী

মহাঢ্য মন্ত্রী
এম.এস.এইচ.রাহোল

আসালামু-লাইকুম, আছেন কেমন?মন্ত্রী মশাই
মিঠিং, মিছিল, পল্টনে ষোলআনা ব্যস্ততা
দেশের কাজে সদায় ব্যস্ত,আপন কাজে শূন্যতা।

ও তাই নাকি ভাই তাই নাকি ভাই
এতো বিশাল বিড়ম্বনা
সেদিন শুনিলাম মেয়ে জামাই নাকি
উপহার স্বরুপ পেয়েছে ডুপ্লেক্স বাড়ি
সাথে নাকি কোটি টাকার পণ সামগ্রী।

বড় ছেলে নাকি মহা ব্যস্ত
ডজন খানিক শিল্প নিয়ে,
এমন সেবা আর ক'জনে করছে বলুন দেশের জন্যে।

অক্রিয় মোরা অকাট-মূর্ক কি করব বলুন
আপনার শূন্যতা মুদার মত সাদ্য খুভই করুণ।

মন্ত্রী মশাই রাজেন্দ্র মানুষ ব্যস্ততা কি সাদে
হর-হামাশাই ছুটে বেড়ান এ দেশ থেকে ঐ দেশে।
তো মন্ত্রী মশাই রাগ্গী নাকি হাজার একর মালকিন,
প্রায় নাকি রাজ খরছে,করছে ভ্রমন বিদেশ।

ঐ আর কি একটু আধটু, বিশেষ প্রয়োজনে
তবে ভেবো না তুমি,সামনে সুদিন তোমাদের জন্যে
মনোবাঞ্ছা, মনোরণ্জন,মনোরত শূন্য
বিশ্বাস, সব আছে তোলা আপনাদের-ঈ জন্য।
মন্ত্রসিদ্ধ মন্ত্রীসভা অাছেন নানা মন্ত্রী
মন্তর আজ গণতন্ত্র মন্ত্র,মনোবৃত্তি পূণ্য
মনুষ্য আজ মনুষ্য-খাদক,মনুষ্যত্ব শূনো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রুমা চৌধুরী ১০/০৬/২০১৪
    হা হা হা হা খুব খুব ভাল লাগল। বেশ সুন্দর। শুভেচ্ছা রইল।
    • অমর কাব্য ১০/০৬/২০১৪
      এত ভাল ছিলনা কবি বন্ধু যথ ভাল অাপনার মন্তব্য, ১টু দোয়া করবেন যেনো আপনার মত লিখতে পারি
  • কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪
    অনেক ভালো লাগলো কবি। অনবদ্য।
    • অমর কাব্য ১০/০৬/২০১৪
      অনেক ধন্যবাদ দাদা ভাই,,, শুভেচ্ছা নিবেন
 
Quantcast