এদেশে কোন কিছুই খারাপ না
প্রত্যশার চাপে দেশের চলতি বছরেরর বাজেট বিশাল হয়েছে,২.৫০লক্ষ কোটি টাকা, এখন দেখার বিষয় জাতীয় ক্রিকেট দলের মত এই প্রত্যশার চাপ নিতে পারে কিনা,অবশ্য না নিতে পারলে বা না নিতে পারলে আমাগো ক্ষতি নায়,অামরা মাষ্টাস শেষ করে ও বেকার,এটা শুধু আমাদের একান্ত সম্যসা, এদেশের বা সরকারের বা বিশিষ্ট আলোচক-সমালোচক, বাজেট প্রণেতার কারো সম্যসা।না।সব চলছে ,চলবে,।তাই এদেশে কোন কিছুই খারাপ না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাহমিদ হাসান ০৮/০৬/২০১৪বাজেট না ভাই বাজে জট হয়েছে।
-
ফাহিম মাহমুদ ০৬/০৬/২০১৪দেখা যাক কি হয়
-
শিমুল শুভ্র ০৬/০৬/২০১৪বাহ!!! মুগ্ধ হলাম ।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪"অনিত্য"-এর সাথে আমিও একমত।
-
অনিত্য ০৬/০৬/২০১৪আগেও তো কখনও কোন বাজেট পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি আমাদের কোন সরকার। এবারও পারবে না। পুরানো পাপীদের কাছ থেকে নতুন কোন চমক আশা করাই বোকামী।