মনোবাসনা
আমি এমন কারো মনের কারাবাসে বন্দি হতে ইচ্ছুক নয়
যাহার একমাত্র বসন্ত ঋতু প্রিয়
আমার সব ঋতু ভাললাগে
মরুভূমিতে ও নিজেকে মানিয়ে নিয়েছি
ব্যাঙের পিত্তথলিতে যে ভাবে জল জমা রয়
আমার নির্দিষ্ট পছন্দের কোন রং নেই
নির্দিষ্ট পছন্দের কোন ফুল নেই
প্রতিবাদ করতে ভালবাসি যখন কেউ আমাকে জ্বলের
সাতে তুলনা করে
কারন জলের কোন নিজ্বস্ব রং নেই
সে খুভ বেহেয়া, একগুঁয়ে বর্ণচোরা
কেউ আদর করে শিশির বললে ভাল লাগে
যদি ও এই আনন্দ খুভই ক্ষনিকের
তবু ও মনোবাসনা লালন করি
কেউ একজন আছে স্থির হয়ে
যার কাছে আমি খুভই সাধারণ হবো
অনেকটা লবণের মতো
কিন্তু প্রয়োজন পড়বে সর্বক্ষন
যাহার একমাত্র বসন্ত ঋতু প্রিয়
আমার সব ঋতু ভাললাগে
মরুভূমিতে ও নিজেকে মানিয়ে নিয়েছি
ব্যাঙের পিত্তথলিতে যে ভাবে জল জমা রয়
আমার নির্দিষ্ট পছন্দের কোন রং নেই
নির্দিষ্ট পছন্দের কোন ফুল নেই
প্রতিবাদ করতে ভালবাসি যখন কেউ আমাকে জ্বলের
সাতে তুলনা করে
কারন জলের কোন নিজ্বস্ব রং নেই
সে খুভ বেহেয়া, একগুঁয়ে বর্ণচোরা
কেউ আদর করে শিশির বললে ভাল লাগে
যদি ও এই আনন্দ খুভই ক্ষনিকের
তবু ও মনোবাসনা লালন করি
কেউ একজন আছে স্থির হয়ে
যার কাছে আমি খুভই সাধারণ হবো
অনেকটা লবণের মতো
কিন্তু প্রয়োজন পড়বে সর্বক্ষন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহিম মাহমুদ ০৬/০৬/২০১৪ভাল লেগেছে
-
রিক্তা রিচি কাব্য ০৪/০৬/২০১৪খুব ভাল লেগেছে।
-
শিমুল শুভ্র ০৩/০৬/২০১৪মুগ্ধতা রেখে গেলাম ।কবিতায় দারুণ কাব্যিকতা পেলাম ।
-
এস,বি, (পিটুল) ০২/০৬/২০১৪সুন্দর ছারা আমার বলার ভাষা নাই
-
কবি মোঃ ইকবাল ০২/০৬/২০১৪খুব ভালো একটি কাব্য পাঠ করলাম।
-
রুমা চৌধুরী ০২/০৬/২০১৪খুব ভাল। পড়ে খুব ভাল লাগল।অনেক শুভেচ্ছা রইল।( জ্বল না হয়ে জল হবে।)
-
সুরজিৎ সী ০২/০৬/২০১৪স্বাধীনতার ইচ্ছা প্রকাশে, অসাধারণ একটা লেখা পড়লাম।
আন্তরিক শুভেচ্ছা রইল।