www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনোবাসনা

আমি এমন কারো মনের কারাবাসে বন্দি হতে ইচ্ছুক নয়
যাহার একমাত্র বসন্ত ঋতু প্রিয়
আমার সব ঋতু ভাললাগে
মরুভূমিতে ও নিজেকে মানিয়ে নিয়েছি
ব্যাঙের পিত্তথলিতে যে ভাবে জল জমা রয়
আমার নির্দিষ্ট পছন্দের কোন রং নেই
নির্দিষ্ট পছন্দের কোন ফুল নেই
প্রতিবাদ করতে ভালবাসি যখন কেউ আমাকে জ্বলের
সাতে তুলনা করে
কারন জলের কোন নিজ্বস্ব রং নেই
সে খুভ বেহেয়া, একগুঁয়ে বর্ণচোরা
কেউ আদর করে শিশির বললে ভাল লাগে
যদি ও এই আনন্দ খুভই ক্ষনিকের
তবু ও মনোবাসনা লালন করি
কেউ একজন আছে স্থির হয়ে
যার কাছে আমি খুভই সাধারণ হবো
অনেকটা লবণের মতো
কিন্তু প্রয়োজন পড়বে সর্বক্ষন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফাহিম মাহমুদ ০৬/০৬/২০১৪
    ভাল লেগেছে
  • খুব ভাল লেগেছে।
  • শিমুল শুভ্র ০৩/০৬/২০১৪
    মুগ্ধতা রেখে গেলাম ।কবিতায় দারুণ কাব্যিকতা পেলাম ।
  • এস,বি, (পিটুল) ০২/০৬/২০১৪
    সুন্দর ছারা আমার বলার ভাষা নাই
  • কবি মোঃ ইকবাল ০২/০৬/২০১৪
    খুব ভালো একটি কাব্য পাঠ করলাম।
    • অমর কাব্য ০৩/০৬/২০১৪
      ধন্যবাদ দাদা ভাই
      • কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪
        স্বাগতম ভাই।
        • অমর কাব্য ০৩/০৬/২০১৪
          শুভ রাত্রি
  • রুমা চৌধুরী ০২/০৬/২০১৪
    খুব ভাল। পড়ে খুব ভাল লাগল।অনেক শুভেচ্ছা রইল।( জ্বল না হয়ে জল হবে।)
  • সুরজিৎ সী ০২/০৬/২০১৪
    স্বাধীনতার ইচ্ছা প্রকাশে, অসাধারণ একটা লেখা পড়লাম।

    আন্তরিক শুভেচ্ছা রইল।
 
Quantcast