দুষ্প্রাপ্য বিশ্বাস
দুষ্প্রাপ্য বিশ্বাস
- অমর কাব্য
দূসর মৃত্তিকার প্রেমে ঝড়িয়েছে সবুজ
আপন বাসরে, পুণ্যতা পাচ্ছে বায়ু।
নব যৌবনের নাব্যতায় ভূ-নভমন্ডল,
মুদিত পাতায় তিমির বিছানায়
এমন স্বপ্নের আরাধনা।
প্রভাতকালে নসরন্দ্র তিরস্কার
এ নিছক অপ-কল্পনার বিড়ম্বনা।
শিশা এবং তার রসায়ন
উচ্ছাসিত গতি নিয়ে করে মূর্ছনা।
নর-কূল নিদ্রিত লেপ মোড়ানো চিন্তাবাগ
প্রকাশ্যে সে ব্যগ্র কন্ঠ, আসলে সে নির্বাক
এমন কূলে প্রতিকূল সবি
অনুকূলে শুধু বংশধর।
- অমর কাব্য
দূসর মৃত্তিকার প্রেমে ঝড়িয়েছে সবুজ
আপন বাসরে, পুণ্যতা পাচ্ছে বায়ু।
নব যৌবনের নাব্যতায় ভূ-নভমন্ডল,
মুদিত পাতায় তিমির বিছানায়
এমন স্বপ্নের আরাধনা।
প্রভাতকালে নসরন্দ্র তিরস্কার
এ নিছক অপ-কল্পনার বিড়ম্বনা।
শিশা এবং তার রসায়ন
উচ্ছাসিত গতি নিয়ে করে মূর্ছনা।
নর-কূল নিদ্রিত লেপ মোড়ানো চিন্তাবাগ
প্রকাশ্যে সে ব্যগ্র কন্ঠ, আসলে সে নির্বাক
এমন কূলে প্রতিকূল সবি
অনুকূলে শুধু বংশধর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাহমিদ হাসান ০১/০৬/২০১৪ভাল লেগেছে
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/০৬/২০১৪যতদিন পৃথিবীতে নেবো নিঃশ্বাস
তোমার প্রতি যেন থাকে বিশ্বাস
তুমি আছো বলেই এ মন
খুঁজে নেয় ভালোবাসা।
খুব ভালো লেগেছে -
শিমুল শুভ্র ০১/০৬/২০১৪সুন্দর ভাবনা ,আগে ও এক বার পড়েছি ।মুগ্ধ হলাম ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪চমৎকার ভাবনা আপনার। কিন্তু কেমন জানি অগোছালো। আরো গুছিয়ে লিখলে সত্যিই খুব ভালো লাগতো।
-
রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪খুব খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ৩১/০৫/২০১৪চমৎকার আর অনবদ্য একটি কবিতা পড়লাম।