www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অাধুনিক হওয়ার প্রচেষ্টা

অাধুনিক হওয়ার প্রচেষ্টা
- অমর কাব্য


কষ্টরা যখন নষ্টামি করে
তীব্র প্রতিযোগিতায় এগিয়ে আসে
আমি তখন ভন্ডামি করি


সুখি, সুস্থ মানুষ হয়ে বাঁচবার।
সংসারে যখন চলছে অধর্ম চর্চা,
আমি নেহাতি কেন হব একা সঙ্গী
অশ্লীলতা আর লাজ-লজ্জার,
তারা আছে,থাক বই-পুস্তকে বন্দি হয়ে
আমার প্রাণ-পন অাধুনিক হওয়ার চেষ্টা।


যে দিয়েছে ঢের তারাই আওয়াজ কম
শৈবল কহে উচ্চ স্বরে,
যারা কিছু জানে,তারা কিন্তু চুপ
যে শিখেছে অল্প,সে ধরছে ভুল
নেহাতি আমি অকর্মা
পড়ে অাছি তাই তাদের অাকড়ে ধরে।


আমি জীবন কবিতার নষ্ট কবি
তাই আষ্টে-পৃষ্টে বেঁচে আছি,
সকল নষ্টামিকে সঙ্গীকর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২৯/০৫/২০১৪
    কবিতাটা ভালো লাগল।

    কিছু শব্দের বানানে টাইপো মিস্টেক হয়েছে। সময়করে এডিট করে নিবেন।
    বাছবার - বাঁচবার।
    ঢ়ের - ঢের
    সরে - স্বরে।
    • অমর কাব্য ৩০/০৫/২০১৪
      অাপনাকে ধন্যবাদ দিয়ে হারাতে রাজি নয়,সবসময় পাশে চায়,অনেক ভালবাসা জানবেন।
  • রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪
    খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
  • তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪
    চমৎকার কবিতা
    ভাল লাগল
  • ভালো লাগা থেকে গেলো।
    • অমর কাব্য ২৯/০৫/২০১৪
      মন্তব্য অনেক জঠিল ছিল
      • হা হা হা তাই নাকি হে কবি।
  • কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪
    আপনার প্রচেষ্টা সফল হোক।
    • অমর কাব্য ২৯/০৫/২০১৪
      অনেক ধন্যবাদ কবি
 
Quantcast