এদেশে কোন কিছু খারাপ না।(২)
সদর ঘাট,নিউ মার্কেট, রেউজদ্দীন বাজারের বিপরিতে যে কেউ (বার)মদের দোখানে গেলে বলে বসেন স্যার কি লাগবে,অথচ ১জন গার্ডিয়ান বা ১জন ছাত্র-ছাত্রী স্কুল কলেজ গেলে বা বিশ্ববিদ্যালয়ের দপ্তরি কর্যালয়ে বেতন বা ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে দাড়িয়ে থাকতে হয়,উপরন্তু এত বিরক্ত প্রকাশ করেন যেন,উনাদের মহা যামেলায় ফেলে দিয়েছেনন।
সরকরি হাসপতাল গুলোতে চিকিৎসার জন্য গেলে ডাক্তার রা যে আচরন করে, যে পরিমান গড়ি-মসি করে তা দেখলে গাঁ জ্বলে যায়, আবার প্রইভেট হাসপতালে জামায় অাদর দেখলে মানি ব্যাগ জ্বলে যায়।তাই রাতে যখন বিছানায় আসি আর চিন্তা করি, তখন বুঝি এ দেশে কোন কিছু খারাপ না।
সরকরি হাসপতাল গুলোতে চিকিৎসার জন্য গেলে ডাক্তার রা যে আচরন করে, যে পরিমান গড়ি-মসি করে তা দেখলে গাঁ জ্বলে যায়, আবার প্রইভেট হাসপতালে জামায় অাদর দেখলে মানি ব্যাগ জ্বলে যায়।তাই রাতে যখন বিছানায় আসি আর চিন্তা করি, তখন বুঝি এ দেশে কোন কিছু খারাপ না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪সত্য কথা ফুটে উঠেছে লেখাটি তে।
-
কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪বাস্তবতার সাথে মিশিয়ে লিখা।
অনেক ভালো লাগলো। -
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪বাস্তব কথা
এই চিকিৎসা সংক্রান্ত অনেক ভোগান্তি আমাদের কেও পোহাতে হয়েছে
বেশ ভাল লাগল লেখাটি
শুভেচ্ছা রইল