শুধু তোকে নিয়ে স্বপ্নজাল
শুধু তোকে নিয়ে স্বপ্নজাল
- অমর কাব্য
তুই তো জানিস না
তোর চোখের তাঁরা জানে
তোর প্রতিটা অঙ্গ
অামার সাথে কথা কয়,
অার অামি মুগ্ধ হয়ে শুনি।
তোর উষ্ট কম্পন
শুধু আমাকে আলোকিত করে না,
আনন্দোলিত ও করে সর্বদা।
আমার তৃষ্ণা নিবারণ হয়,
তোর রুপের সুধাপানে।
তোর ঐ ঘন মেঘরাশি
আমায় শুধু শিতল করেনা,
আমার রুক্ষ বক্ষে বৃষ্টিজল ছড়ায়।
আমি আবার ফের যোবন খুঁজিয়া পায়।
সব ক্লান্তি ঝেড়ে, প্রশান্তির সজীবতা।
যদি কোন দিন তুই
আমার পোড়া চোখের সিমান্তে না আসিস,
জানিস আমি ও,অনেক অভিমানে তাঁরা হয়ে যাব।
- অমর কাব্য
তুই তো জানিস না
তোর চোখের তাঁরা জানে
তোর প্রতিটা অঙ্গ
অামার সাথে কথা কয়,
অার অামি মুগ্ধ হয়ে শুনি।
তোর উষ্ট কম্পন
শুধু আমাকে আলোকিত করে না,
আনন্দোলিত ও করে সর্বদা।
আমার তৃষ্ণা নিবারণ হয়,
তোর রুপের সুধাপানে।
তোর ঐ ঘন মেঘরাশি
আমায় শুধু শিতল করেনা,
আমার রুক্ষ বক্ষে বৃষ্টিজল ছড়ায়।
আমি আবার ফের যোবন খুঁজিয়া পায়।
সব ক্লান্তি ঝেড়ে, প্রশান্তির সজীবতা।
যদি কোন দিন তুই
আমার পোড়া চোখের সিমান্তে না আসিস,
জানিস আমি ও,অনেক অভিমানে তাঁরা হয়ে যাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৯/০৫/২০১৪খুব ভাল লাগল.......
-
কবি মোঃ ইকবাল ২৮/০৫/২০১৪অভিমানের কাব্য।
অনেক ভালো লাগলো কবি। -
তাইবুল ইসলাম ২৮/০৫/২০১৪আপনার এ ধরনের কবিতা পড়তে আমার অনেক ভাল লাগে
শুভেচ্ছা জানবেন -
সুব্রত সামন্ত (বুবাই) ২৮/০৫/২০১৪একদিন জানবে। সবাই জেনে যাবে ।