ত্রিভঙ্গ
ত্রিভঙ্গ
এম.এস. এইচ.রাহোল
অজর দারায় নামবে শ্রাবণেরর জ্বল সে দিন দু'চোখে
যেদিন তুমি বোঝবে একাকৃত্ব কাকে বলে
গৌধলি সন্ধ্যার অভিমান সে দিন তুমি খুঁজবে
অমরত্ন কারো কাম্য নয়
একটু হাস্য ছাড়া।
প্রস্পুঠিত জিবনের স্নিগ্ধাতা যে দিন হারাবে
তোমার রবি তোমাতে রাজেন্দ্র
আমার চন্দ্রিমা আমাতে রিপু
অ- রোদিত মানসলোক তোমাকে করে রোমাঞ্চিত
আমার চাওয়া সবর্দা লোফফা ছিল
তোমার কামনার রাজন্তঃপুরে
এম.এস. এইচ.রাহোল
অজর দারায় নামবে শ্রাবণেরর জ্বল সে দিন দু'চোখে
যেদিন তুমি বোঝবে একাকৃত্ব কাকে বলে
গৌধলি সন্ধ্যার অভিমান সে দিন তুমি খুঁজবে
অমরত্ন কারো কাম্য নয়
একটু হাস্য ছাড়া।
প্রস্পুঠিত জিবনের স্নিগ্ধাতা যে দিন হারাবে
তোমার রবি তোমাতে রাজেন্দ্র
আমার চন্দ্রিমা আমাতে রিপু
অ- রোদিত মানসলোক তোমাকে করে রোমাঞ্চিত
আমার চাওয়া সবর্দা লোফফা ছিল
তোমার কামনার রাজন্তঃপুরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ৩১/১০/২০১৫natunbhabe lekha.
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪চমৎকার কাব্যিকতা! খুবই ভালো লাগলো।
-
তাইবুল ইসলাম ২৮/০৫/২০১৪খুব সুন্দর উপমা দিয়ে সাজানো
ভাল লাগল -
অমর কাব্য ২৮/০৫/২০১৪অনেক ধন্যবাদ কবিবর।
-
কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪চমৎকার কাব্য কবিবন্ধু।