অজন্ম গৃণা
অজন্ম গৃণা
- অমর কাব্য
আমায় যদি বাঁচতে হয়
তোর শুধা পানে
এক মুহৃতে ছুটিয়া যাব
কর্ণফুলীর বাঁকে।
ছট করে বুকের পাজর ছিড়িয়া
দেহ হইতে হৃদয় বাহির করিয়া
নিক্ষেপ করিব উজাড় করিয়া
সাক্ষী হইবে লোসাই ঘিরি
খর্ব হারাবি তুই।
অমনি যদি আমার পানে
ঐ মিথ্যে নোনা ভারির
চিত্রকলা আঁকিস।
খোদার কসম তিতুমিরের
সি.আর.বি. সাত রাস্তার মোড়ে
সমাধি গড়ব তোর।
- অমর কাব্য
আমায় যদি বাঁচতে হয়
তোর শুধা পানে
এক মুহৃতে ছুটিয়া যাব
কর্ণফুলীর বাঁকে।
ছট করে বুকের পাজর ছিড়িয়া
দেহ হইতে হৃদয় বাহির করিয়া
নিক্ষেপ করিব উজাড় করিয়া
সাক্ষী হইবে লোসাই ঘিরি
খর্ব হারাবি তুই।
অমনি যদি আমার পানে
ঐ মিথ্যে নোনা ভারির
চিত্রকলা আঁকিস।
খোদার কসম তিতুমিরের
সি.আর.বি. সাত রাস্তার মোড়ে
সমাধি গড়ব তোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ১৪/০৬/২০১৪কবি অমর আপনার গৃণা শব্দটি কি ঘৃণা হবে বা এটি একটি লেখার স্টাইল হয়তো। শুভেচ্ছা জানালাম।
-
এস,বি, (পিটুল) ২৬/০৫/২০১৪খুবই সুন্দর
-
কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪কবি অসাধারন কাব্য লিখলেন। মন ছুঁয়ে গেলো।
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪খোদার কসম !!!
ভালো লেগেছে!