স্বপ্নের লাশঘর
অকৃতকর্মা মমতা স্নেহ
অকূল পাথরে ছড়ালাম
অনেক প্রত্যাশা ভরা
অজস্র স্বপ্নের লাশঘরে।
অন্তত সে রবে
অনাদিকাল সঙ্গী হয়ে
অমর লাভের জন্য নয়,
অকাল লাগবের তরে।
অন্তরঙ্গ হলো অন্তরাল
অনুমতি-জ্ঞাপন নিস্ব-প্রয়োজন
অনুবাসিত অনুপম দু'জনার,
অনুগত অস্তির অনুকম্পা
অনিমন্ত্রিত-ভাবে অনিদ্র সঙ্গী
অনাবৃষ্টি ভূমিতে নোনাজল
অনাচারীর অধর্ম চর্চা,
অচিন, অথৈ অদৃষ্টলিখন।
অকূল পাথরে ছড়ালাম
অনেক প্রত্যাশা ভরা
অজস্র স্বপ্নের লাশঘরে।
অন্তত সে রবে
অনাদিকাল সঙ্গী হয়ে
অমর লাভের জন্য নয়,
অকাল লাগবের তরে।
অন্তরঙ্গ হলো অন্তরাল
অনুমতি-জ্ঞাপন নিস্ব-প্রয়োজন
অনুবাসিত অনুপম দু'জনার,
অনুগত অস্তির অনুকম্পা
অনিমন্ত্রিত-ভাবে অনিদ্র সঙ্গী
অনাবৃষ্টি ভূমিতে নোনাজল
অনাচারীর অধর্ম চর্চা,
অচিন, অথৈ অদৃষ্টলিখন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪একাকীত্বর যন্ত্রনা কবিতা জুড়ে।সুন্দর কবিতা।ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ২৫/০৫/২০১৪অনেক ভালো লাগলো কবিবন্ধু।
-
এস,বি, (পিটুল) ২৫/০৫/২০১৪পড়ে ভালো লাগলো
-
সুরজিৎ সী ২৫/০৫/২০১৪ভালো লাগলো।