কবি(১)
কবি(১)
মিতা: কেমন আছ প্রিয়?
কবি: যেমন তোমার অধরে রেখছ।
মিত: আচ্ছা একটা প্রশ্ন বুঝিয়ে দিবে..
কবি : হুম বল।
মিতা: তোমারা নিজেদের এভাবে গুঠিয়ে রাখ কেন,কেন এত অহংকার খেলা করে তোমাদের মনে?
কবি :কোনটা প্রশ্ন?
মিতা:দু,টোই।
কবি: এই যে আমরা একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ঝুড়তে পারি না, তাই।
মিতা: রহস্য ভালোলাগেনা,যাও।কি হলো, বল বলছি।
কবি: শোন, আমাদের বাস্তবতা বলতে কিছু নেই আবার অবাস্তব বলে কিছু নেই।
মিতা: তাই, কবি।
কবি: হুম,আমদের পৃথিবী অনেক জঠিল অনেক অগাছালো।স্বারাক্ষণ ঝগড়া করতে হয়। জয়ি হতে হয়।
মিতাঃ এত জঠিল বাক্য আমার আসেনা।
কবি:নিজের সাথে যুদ্ধ করতে করতে জয়ী হতে হতে, কিছুটা অহংকার হৃদয়ে জমে হৃদয় কঠিন করে তুলে।
মিতাঃ তাথে কি হয় প্রিয়!
কবি: অামরা হয় পৃথিবীর অন্য সব জাতের চেয়ে বেশি ভালবাসতে জানি,না হয় আমাদের ভালবাসার অর্থ ভিন্ন।
মিতাঃ তাই বুঝি কল্পনারসে অাহার নিদ্রা সারা হয়।
কবি: ওতুমি যা খুশি বলতে পার।আমাদের রাগ নেই।আছে দূরত্ব, অভিমান।
মিতাঃ জানো কবি, অামার খুব দুখ: হয়
তোমার মত হতে পারিনা তাই।তুমি যেমন কল্পনার অসিম সিমান্তে ডানা মেলে উড়া বেড়াও। ইচ্ছে হলে কলমের ডগাই ফুল ফুটাও।
কবি:আমার ও খুব দুখ: হয়।তোমার মতো হতে পারিনে।
মিতাঃ হা হা তাই বুঝি কবি,কি করবে।
কবি: তাহলে তোমাদের মত, সব কিছু সহজে মেনে নিতে পারতুম।একটা প্রশ্নে আরেকটা প্রশ্ন ঝুড়তাম।
ক্রিং ক্রিং ক্রি
মিতাঃ আজ ছাড় কবি, তাড়া আছে,সন্ধে অামাকে দেখতে অাসবে।
কবি:হুম,খুভ তাড়া বুঝি।হৃদয়ের শুভ্রতা নিও।
মিতাঃ ধন্যবাদ প্রিয়।
খুব তাড়া হোড়া করে সূর্যিটা ও চলে যাচ্ছে, ঐ কোনে সোমাটা চলে এল।
শুধু আমার-ঈ তাড়া নেয়। হাতে অপুরন্ত সময়।
তারপরও একটা কবিতা লিখা হলো না নিজেকে নিয়ে। কেউ দিল না একটা শব্দ বা কিছু বর্ণ।
নিজের জন্য একটা কবিতা লিখার মত।
মিতা: কেমন আছ প্রিয়?
কবি: যেমন তোমার অধরে রেখছ।
মিত: আচ্ছা একটা প্রশ্ন বুঝিয়ে দিবে..
কবি : হুম বল।
মিতা: তোমারা নিজেদের এভাবে গুঠিয়ে রাখ কেন,কেন এত অহংকার খেলা করে তোমাদের মনে?
কবি :কোনটা প্রশ্ন?
মিতা:দু,টোই।
কবি: এই যে আমরা একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ঝুড়তে পারি না, তাই।
মিতা: রহস্য ভালোলাগেনা,যাও।কি হলো, বল বলছি।
কবি: শোন, আমাদের বাস্তবতা বলতে কিছু নেই আবার অবাস্তব বলে কিছু নেই।
মিতা: তাই, কবি।
কবি: হুম,আমদের পৃথিবী অনেক জঠিল অনেক অগাছালো।স্বারাক্ষণ ঝগড়া করতে হয়। জয়ি হতে হয়।
মিতাঃ এত জঠিল বাক্য আমার আসেনা।
কবি:নিজের সাথে যুদ্ধ করতে করতে জয়ী হতে হতে, কিছুটা অহংকার হৃদয়ে জমে হৃদয় কঠিন করে তুলে।
মিতাঃ তাথে কি হয় প্রিয়!
কবি: অামরা হয় পৃথিবীর অন্য সব জাতের চেয়ে বেশি ভালবাসতে জানি,না হয় আমাদের ভালবাসার অর্থ ভিন্ন।
মিতাঃ তাই বুঝি কল্পনারসে অাহার নিদ্রা সারা হয়।
কবি: ওতুমি যা খুশি বলতে পার।আমাদের রাগ নেই।আছে দূরত্ব, অভিমান।
মিতাঃ জানো কবি, অামার খুব দুখ: হয়
তোমার মত হতে পারিনা তাই।তুমি যেমন কল্পনার অসিম সিমান্তে ডানা মেলে উড়া বেড়াও। ইচ্ছে হলে কলমের ডগাই ফুল ফুটাও।
কবি:আমার ও খুব দুখ: হয়।তোমার মতো হতে পারিনে।
মিতাঃ হা হা তাই বুঝি কবি,কি করবে।
কবি: তাহলে তোমাদের মত, সব কিছু সহজে মেনে নিতে পারতুম।একটা প্রশ্নে আরেকটা প্রশ্ন ঝুড়তাম।
ক্রিং ক্রিং ক্রি
মিতাঃ আজ ছাড় কবি, তাড়া আছে,সন্ধে অামাকে দেখতে অাসবে।
কবি:হুম,খুভ তাড়া বুঝি।হৃদয়ের শুভ্রতা নিও।
মিতাঃ ধন্যবাদ প্রিয়।
খুব তাড়া হোড়া করে সূর্যিটা ও চলে যাচ্ছে, ঐ কোনে সোমাটা চলে এল।
শুধু আমার-ঈ তাড়া নেয়। হাতে অপুরন্ত সময়।
তারপরও একটা কবিতা লিখা হলো না নিজেকে নিয়ে। কেউ দিল না একটা শব্দ বা কিছু বর্ণ।
নিজের জন্য একটা কবিতা লিখার মত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমর কাব্য ১৮/০৫/২০১৪অনেক ভাললাগলো আপনার ভাল লেগেছে জেনে।ধন্যবাদ নিবেন।
-
দীপঙ্কর বেরা ১৮/০৫/২০১৪অন্য রকম । ভাল লাগল
-
কবি মোঃ ইকবাল ১৮/০৫/২০১৪আমার পড়া কবিতাসমগ্রের মধ্যেও যেন এই কবিতার মত রস পাই নি। অনেক ধন্যবাদ।
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪sundor kobita.
-
তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪এই ধরনের কথামালাময় কবিতা সবসময় নমে নাড়া দেয়
শুভেচ্ছা নেবেন