্আশান বৃষ্টি
আশান বৃষ্টি
এম.এস.এইচ.রাহোল
বৃষ্টি দেখে উচ্ছাসিত, আন্দোলিত প্রাণ
এই বৃষ্টি তে কত নোনা জ্বল
কত মানুষের রাতের গুম,
নিরভে করছে স্নান।
জ্বলসা ঘরে আলসে আলো,আন্দোলিত প্রাণ
মুষল ধারা বৃষ্টি দেখে, শোনছ মিষ্টি গান
শেষ আশ্রই এই বৃষ্টিকে দিচ্ছে অভিশাপ
ঝির্ণ ঘরের বিছানা-বালিশ
বকছে মৃত্যু প্রলাপ।
টাপুরটুপুর, রিমঝিম রিম,আন্দোলিত প্রাণ
কত স্বপ্ন, খালি পেটে, অপেক্ষারত প্রাণ
কাল সকালে ফুটবে আলো,করবে কাজের সন্ধান।
```''`\\`````
```````````
``/////```````\\``
বৃষ্টি তুমি হাজার রুপে, সবাই কে দাও ধরা
দোহাই তোমার আর করো না সৃষ্টি
নোনা জ্বলের পোয়ারা
কালো বুড়িটা আর পারে না
নিথর তাহার প্রাণ।
এম.এস.এইচ.রাহোল
বৃষ্টি দেখে উচ্ছাসিত, আন্দোলিত প্রাণ
এই বৃষ্টি তে কত নোনা জ্বল
কত মানুষের রাতের গুম,
নিরভে করছে স্নান।
জ্বলসা ঘরে আলসে আলো,আন্দোলিত প্রাণ
মুষল ধারা বৃষ্টি দেখে, শোনছ মিষ্টি গান
শেষ আশ্রই এই বৃষ্টিকে দিচ্ছে অভিশাপ
ঝির্ণ ঘরের বিছানা-বালিশ
বকছে মৃত্যু প্রলাপ।
টাপুরটুপুর, রিমঝিম রিম,আন্দোলিত প্রাণ
কত স্বপ্ন, খালি পেটে, অপেক্ষারত প্রাণ
কাল সকালে ফুটবে আলো,করবে কাজের সন্ধান।
```''`\\`````
```````````
``/////```````\\``
বৃষ্টি তুমি হাজার রুপে, সবাই কে দাও ধরা
দোহাই তোমার আর করো না সৃষ্টি
নোনা জ্বলের পোয়ারা
কালো বুড়িটা আর পারে না
নিথর তাহার প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪অপূর্ব...!!!
-
তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪খুব ভাল লাগল কবিতাটি
শুভেচ্ছা নেবেন -
কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪খুব ভালো লিখেছেন কবি।
শুভেচ্ছা। -
মোঃওবায় দুল হক ১৭/০৫/২০১৪খুব সুন্দর
-
সুরজিৎ সী ১৭/০৫/২০১৪খুবই সুন্দর আহবান বৃষ্টির জন্য