www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নে তুমি

ভাগ্যিস তুমি স্বপ্নে আসো,
বাস্তবেতে নয় !
চেহারা তোমার এমন কেন ?
ভূতের মুখবয় !

তোমায় দেখে শরীরেতে
হাড়ের কাঁপন ধরে !
কাঁপতে কাঁপতে রোজ রাতে তাই
খাট থেকে যাই পরে !

পালিয়ে বেড়াই এদিক সেদিক
বাড়ে না দৌড়ের গতি !
ভাব দেখে আজ সবাই বলে
হয়েছে ভীমরতি !

কারে বুঝাই, ক্যামনে বুঝাই
তোমার প্রতিকৃতি !

স্বপ্নে আছো, ভালোই আছো
রাত কেটে যায় ঘুমে ;
ঘুম ভাঙলে আজও তাই
আরাম লাগে মনে !

বাস্তবেতে আসো যদি
ডাইনি হয়ে তুমি
জীবনটাকে বানিয়ে দিবে শুধুই মরুভূমি !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪
    সপ্নে আছো ভালই আছো রাত কেতে জায় ঘুমে। লাইন ভালো লাগ্লো.
 
Quantcast