www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরাধী

অপরাধী
---মোঃ রেজাউল করিম
যখন বিবেকের কাঠগড়ায় আমি দাঁড়াই,আমি দিশেহারা, আমি উন্মাদ হয়ে যাই ।।

হাজার প্রশ্নের চাপে, আমি নির্বাক,হয়ত দু এক ফোটা অশ্রু ভেজায় চোখ ।।

তবু ফেলে আসা স্মৃতির মায়ায়, মাঝে মাঝে কে যেন ডাকে আমায় ।।

পিছু ফিরে কাউকে দেখতে পাই না, যে নতুন ভাবে বাচতে শেখাবে, যে নতুন করে পৃথিবী দেখাবে ।।

অথযা মনের বেলকোনিতে রং ঢং নিয়ে বসা হয়, কারো ছবি আকব বলে, বিবেকের আগমনে সব ফিকে হয়ে যায় ।।

বিবেক যেন কে ডি'র মত শান্ত ভাবে,আস্তে আস্তে সব বের করে নেয় । মগজের মাড়াই করে, এনে দেয় হাজারো প্রশ্নের মহামারী ।।

প্রতিটি প্রশ্নের উত্তর, আমার অবগত । আমার নিরবতা, আমার আঁখি জল বলে, আমি অপরাধী, আমি অপরাধী ।।

রচনকালঃ 11.01.2015
রাতঃ 12:55
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ১২/০১/২০১৫
    লেখা কিন্তু চমৎকার হয়েছে ।
    বিবেকই মানুষের সবচেয়ে বড় আদালত ।
  • এস,বি, (পিটুল) ১১/০১/২০১৫
    অনেক সুন্দর
    আমার পাতায় আমন্ত্রন রইলো
  • সুলতান মাহমুদ ১১/০১/২০১৫
    nice
  • এফ সাকি ১১/০১/২০১৫
    অপূর্ব!বাঁচতে আর আঁকতে চন্দ্রবিন্দু থাকতে হয়,নয়তো আপনি বাঁচবেন কেমন বাঁচা মনে জাগে সংশয়।কিসের যে ছবি হবে তাও জানা নয়।
 
Quantcast