এক ফোটা অস্রুর খোজে
এক ফোটা অস্রুর খোজে
---মোঃ রেজাউল করিম
জ্যোস্না রাতে খোলা আকাশের
নিচে কখনো বসে তুমি,
জ্যোস্নার সৌন্দর্য দেখেছো কী !!
যদি দেখতে চাও, তবে যাও যাও
এক ফোটা অস্রুর খোজে !!
গভীর নিশীতে, ব্যস্ত কোন নদীর
পাশে বসে,নদীর কলকল ধ্বনি
শুনেছ কী !! যদি শুনতে চাও,
তবে যাও যাও,এক ফোটা অস্রুর খোজে !!
কখনো সনধ্যা বেলা,কোলাহলপূর্ণ
পৃথিবীর বিলীন হয়ে যাবার দৃশ্য
দেখেছ কী !! যদি দেখতে চাও !!
তবে যাও যাও, এক ফোটা অস্রুর খোজে ।
শীতের সকালে, কুয়াশাতে মোড়ানো,
শিশির ভেজা ঘাস,যে সৌন্দর্য করে সৃষ্টি,
একবার কি দেখেছ মেলে ঐ দৃষ্টি !!
যদি দেখতে চাও !! তবে যাও, যাও !!
এক ফোটা অস্রুর খোজে !!!
আমার প্রতিটি অস্রু ফোটা লেগে আছে,
সৌন্দর্যমন্ডিত পৃথিবীর প্রতিটি ক্ষণে ।
শত-সহস্র বছর থাকবে, ব্যস্ত পথিক
দেখে ভাববে, এসেছিল কেউ এখানে,
শুধুই এক ফোটা অস্রু ঝরাতে !!!
রচনাকাল:- 08/10/2014
রাত:- 01:30 মিনিট
---মোঃ রেজাউল করিম
জ্যোস্না রাতে খোলা আকাশের
নিচে কখনো বসে তুমি,
জ্যোস্নার সৌন্দর্য দেখেছো কী !!
যদি দেখতে চাও, তবে যাও যাও
এক ফোটা অস্রুর খোজে !!
গভীর নিশীতে, ব্যস্ত কোন নদীর
পাশে বসে,নদীর কলকল ধ্বনি
শুনেছ কী !! যদি শুনতে চাও,
তবে যাও যাও,এক ফোটা অস্রুর খোজে !!
কখনো সনধ্যা বেলা,কোলাহলপূর্ণ
পৃথিবীর বিলীন হয়ে যাবার দৃশ্য
দেখেছ কী !! যদি দেখতে চাও !!
তবে যাও যাও, এক ফোটা অস্রুর খোজে ।
শীতের সকালে, কুয়াশাতে মোড়ানো,
শিশির ভেজা ঘাস,যে সৌন্দর্য করে সৃষ্টি,
একবার কি দেখেছ মেলে ঐ দৃষ্টি !!
যদি দেখতে চাও !! তবে যাও, যাও !!
এক ফোটা অস্রুর খোজে !!!
আমার প্রতিটি অস্রু ফোটা লেগে আছে,
সৌন্দর্যমন্ডিত পৃথিবীর প্রতিটি ক্ষণে ।
শত-সহস্র বছর থাকবে, ব্যস্ত পথিক
দেখে ভাববে, এসেছিল কেউ এখানে,
শুধুই এক ফোটা অস্রু ঝরাতে !!!
রচনাকাল:- 08/10/2014
রাত:- 01:30 মিনিট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪অসাধারন
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪দুর্দান্ত ভাবনায় চমৎকার উপস্থাপনা।
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/১০/২০১৪নির্বাক কবি, যখন কবিতাভক্তদের সামনে সবাক হবেন তখন শব্দগুলোকে একটু ধুয়ে-মোছে সাফ-সূতরো করে হাজির হবেন।
লেখা ভাল হওয়া এক জিনিস আর বানানের শুদ্ধতা এক জিনিস। আপনার ভাবকে ঠিকমত প্রকাশ করতে বানানের শুদ্ধতার বিকল্প নেই। যেকোন লেখা পোস্ট দেয়ার আগে বানানগুলো ভালভাবে দেখে নিবেন। শব্দ বিন্যাসেও আপনার মনের ভাবটা ঠিকমত প্রকাশ পেল কি না তাও দেখে নিবেন। তাতে দেখবেন ভুলের সংখ্যা বেশ কমে গেছে। ভাব ও বক্তব্যে লেখাটা আরো স্পষ্ট হয়ে উঠেছে।
কিছু মনে করবেন না।
প্রচেষ্টা অব্যাহত রাখুন।
ধন্যবাদ। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪অশ্রুর মধ্যে এত্ত কিছু পাওয়া যায়?