www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভাব (এক)

অভাবের তাড়নাতে অতিষ্ঠ সমাজ,
মানুষের রাজত্বে, অভাবের রাজ ।
কারণে-অকারণে,যেথা-সেথা হয় আর্বিভাব,
তখন সবাই বলে, হ্যাঁ আমারও আছে অভাব ।

কারো আছে টাকার অভাব,
চুরি-ডাকাতি কারো স্বভাব ।
কারো আছে ঘুমের অভাব,
রাত জাগা, নিশাচরের স্বভাব ।

কিছু মানুষের জ্ঞানের অভাব,
মিলছে না তাই খাপে-খাপ ।
বন্ধুত্বে ভাল বন্ধুর অভাব,
স্বার্থপরতা কারো স্বভাব ।

বিবেকহীনের বিবেকের অভাব,
সমাজে তাই, মন্দের আর্বিভাব ।
কাব্যে রুচিশীলতার অভাব,
কবিতাতে তাই নেই যে ভাব ।

একটুখানি দেখো, তোমার চারিধারে,
ঢেকে গেছে সমাজ,অভাবের আঁধারে ।
জ্বলছি মোরা অভাবের দহনে,
যেতে হবে বুঝি, অভাবের গহীনে ।

রচনাকাল:- 02.10.14
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast