www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ জন্মদিন

♥♥ শুভ জন্মদিন ♥♥

ভোরের আলোয় দেখছো তুমি
নতুন এক সকাল,
একরাশ সাদা গোলাপের শুভেচ্ছা
রবে ভালবাসা চিরকাল ।

মনে কর সতের বছর পূর্বে,
ছিলে তুমি মাতৃগর্ভে ।
রক্ত-মাংস আহার করে,
ভূমিষ্ঠ হলে এই মর্তে ।

আকাশে সাদা মেঘের আনাগোনা,
সবুজ-শ্যামলে কিছু স্বপ্ন বোনা ।
পাখির কন্ঠে হাজার সুরের মেলা,
আগমন তোমার ভাসিয়ে সুখের ভেলা ।

এসেছিলে তুমি সেদিন,ব্যস্ত এই ভূবনে,
জীবনের শুরুটাও করেছিলে এ দিনে ।
সেই থেকে আজো চলেছো যুগের তালে,
হামেশা থাকো তুমি সু-খেয়ালে ।

জীবনের ডায়রীতে কিছু রেখ তুলে,
সেদিনের কিছু কথা গেলুম আমি বলে ।
ভুলবশত, ভুলব না কোনদিন,
প্রিয়তম,আজ তোমার শুভ জন্মদিন ।

[উৎস্বর্গ ;- 30.09.14 আমার প্রিয়র জন্মদিন, এ উপলক্ষে তার প্রতি উৎস্বর্গ করলাম ।]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast