www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কবি

#আমি_কবি
:-মোঃ রেজাউল করিম

কবিতা লিখি বলে, আমি কবি,
হতেও চাই না, ঠাকুর বাড়ির রবি ।
হৃদয় ক্যানভাসে আঁকি প্রিয়সীর ছবি,
নিতান্ত কল্পনা আর ব্যর্থ কাব্য সবি ।

ঝাঁকরা চুলের বাবরি দুলনো নজরুল,
বিদ্রোহী কাব্যিকতা,ছন্দ সহজ-সরল ।
তার মত পারি না, বিদ্রোহ করতে,
অজস্র ব্যর্থতা,দুঃখ-ক্লেশ সইতে ।

জসীমউদ্দীনের নকঁশী কাথার মাঠ,
যার তাড়নায় ঘুরছি হাট-ঘাট ।
প্রিয়সীকে খুঁজি,প্রকৃতি প্রেমে ডুবি,
আমি যে সামান্য ভাবুক কবি ।

প্রেমের কবিতায় মুখর কবি জীবনানন্দ,
নিত্য-নতুন কবিতাতে,পাই না আনন্দ ।
তবু অযথা শব্দ সাজাই, তুলি ছন্দ,
লাল চোখে চেয়ে দেখ, কবি র্নিমলেন্দু ।

কিছু ফুলের চাষ করি মন বাগিচায়,
কিছু ফুল ফোটে আর কিছু ঝরে যায় ।
তবু আবার শব্দ কুড়াই লিখব কিছু,
আমি যে কবি, কবিতা ছাড়ে না পিছু ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুদা ০১/১০/২০১৪
    কবিতারা পিছু ছাড়বে না কবি। খুব ভাললাগলকবি।
  • খুব ভাল লাগলো ।
  • অপূর্ব। আমি খুব খুশি হয়েছি কবিতাটি পড়ে। ধন্যবাদ কবি।
 
Quantcast