www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেশাতুর মন

নেশাতুর মন আমার,
খোজে কত যে নেশা ।
ঘূর্ণিময় ভূলোকে নেশা
খোজে, হার-হামেশা ।।

কখনো খোজে সে গাজা,
পেলেই সে দুনিয়ার রাজা ।
কখনো কখনো পায় সে মদ,
আনন্দতে তখন করে গদগদ ।

নেশাতুর শুধুই নেশাতুর,
মনে মনে ভাবে,আমিই চতুর ।

সমস্ত মহাকাল জুড়ে
আজ বাড়ছে শুধু নেশা,
নেশাতেই মিটে যেন,
তৃষ্ণার্ত পথিকের পিপাসা ।

কারো আছে টাকার নেশা,
কারো আবার কামের নেশা ।
অযথা বাড়ছে যুবক-যুবতীর,
অর্থহীন প্রেম-ভালবাসা ।

প্রতিটি মানুষ আজ নেশাখোর,
নেশার তালে ঢুলছে অঘোর ।

কারো আছে ঘুমের নেশা,
কবিতা লেখা কবির পেশা ।
কারো আছে জ্ঞানের নেশা,
প্রকৃতি-প্রেম কারো পেশা ।

আবার কিছু কিছু মানুষ আছে,
যাদের বকবকানীর নেশা ।
আর কিছু কিছু মানুষ আছে,
নীরবতাই তাদের পেশা ।

ঢুলছি ঘোরে, আমিও নেশাতুর,
তুমিও আছো, তুমিও নেশাতুর ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন শর্মা ২৯/০৯/২০১৪
    অনেক সুন্দর .....
  • মানবিক ইতিবাচক / নেতিবাচক চাহিদার অনেক কিছু উঠিয়ে এনেছেন। ভালো লাগলো। বানানের প্রতি আরও সচেতন হলে আরও নান্দনিক হতো।
  • বাহ বেশ লাগলো । বানানের দিকে একটু খেয়াল দেওয়া উচিৎ ।
  • মোহাম্মদ তারেক ২৭/০৯/২০১৪
    নেশা ও পেশার সুন্দর বর্ণনা...ভালো থাকুন কবি।
  • স্বপ্নীল মিহান ২৬/০৯/২০১৪
    সুন্দর হয়েছে কবি :)
 
Quantcast