দুর্দিনের অর্থ
দুর্দিনের এই দিনগুলোর
আছে বড় অর্থ,
অস্পষ্টতা নেই, রহস্য নেই,
নেই কোনো দ্ব্যর্থ।
কলেরা বলো,প্লেগ বলো,
বলো যদি করোনা,
সবাই আসে অর্থ নিয়ে
আনে কিছু প্রেরণা।
করোনা দেখ আসলো এবার
আসলো সবার মাঝে,
ধনী-গরীব নেই ভেদাভেদ
আসছে সকাল সাঁঝে।
রাজা- প্রজা, মন্ত্রী- সাংসদ
সবাই তাহার শিকার,
বাঘা বাঘা সরকার বাহাদুর
চেয়ে আছে নির্বিকার।
এটার মানে এই দাঁড়ায়
দম্ভ তোমার থামাও,
নইলে তোমরা করে যাবে
দুঃখ-কষ্টে হাউমাউ।
আছে বড় অর্থ,
অস্পষ্টতা নেই, রহস্য নেই,
নেই কোনো দ্ব্যর্থ।
কলেরা বলো,প্লেগ বলো,
বলো যদি করোনা,
সবাই আসে অর্থ নিয়ে
আনে কিছু প্রেরণা।
করোনা দেখ আসলো এবার
আসলো সবার মাঝে,
ধনী-গরীব নেই ভেদাভেদ
আসছে সকাল সাঁঝে।
রাজা- প্রজা, মন্ত্রী- সাংসদ
সবাই তাহার শিকার,
বাঘা বাঘা সরকার বাহাদুর
চেয়ে আছে নির্বিকার।
এটার মানে এই দাঁড়ায়
দম্ভ তোমার থামাও,
নইলে তোমরা করে যাবে
দুঃখ-কষ্টে হাউমাউ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০৩/২০২০বেশ, মন ছুঁয়ে গেল লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৩/২০২০বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৩/২০২০খুব সুন্দর।
করোনা সবার জন্য। ধনী-গরীব ভেদাভেদ নেই।