www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অদৃশ্য শক্তি বনাম ভালোবাসার শক্তি

এখানে ওখানে সবাই বলছে,নিঃসঙ্গ
হও, বিচ্ছিন্ন হও, কেটে পড়ো, ঘরে বন্দি
করে রাখো নিজেকে, কাউকে দর্শন করো
না, স্পর্শ করো না কারো দেহ, মিলিত হয়ো
না শহরের, উপশহরের, গ্রামের কোনো বড়
বা ছোট ময়দানে। কারণ? কারণ, তোমাকে,
তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার
প্রিয়জনকে খুবলে খাবে একটি অদৃশ্য শক্তি,

এটা বিশ্বাসের দুনিয়া,তাই বিশ্বাসী হয়ে, অনুগত
হয়ে বশ্যতা স্বীকার করে নিজেকে পুরে ফেলেছি
খাঁচায়, একটা ছোট্ট কামরায় নিজের সাড়ে পাঁচ
ফুট দেহটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে আজ সেই অদৃশ্য
শক্তি সম্পর্কে জানতে বসেছি, ফেসবুকে, গুগলে,
অনলাইন পত্রিকায়, ম্যাসেঞ্জারে আর মোবাইলে
সেই শক্তি বিশেষজ্ঞদের ( যাদের সিংহভাগই হচ্ছে
স্বঘোষিত) সাথে কথা বলে।

আমি সেই অদৃশ্য শক্তি সম্পর্কে জানতে উঠেপড়ে
লেগেছি; যদি বলেন, কেন? আমি উত্তরে বলবো,
গত দশ দশটি দীর্ঘ দিবস ও রজনী সেই হামবড়া
শক্তি আমার আবেগ, আমার অনুভূতি, আমার
ভালোবাসা নিয়ে খেলছে; শুধু, শুধু তার অশুভ
আগমনে আমি এখানে ঘরবন্দি তো সেখানে সে
আমার প্রিয়তমাকে বিচ্ছেদের ভয় দেখাচ্ছে, তাকে
জাগ্রত এবং ঘুমন্ত সব অবস্থাতেই সেখানে ভীতসন্ত্রস্ত
এবং বিহ্বল করে রাখা হয়েছে!

আমি জানি ওখানে সে ভালো নেই, ওর চারপাশে সবার
মধ্যে একটি সুখ ভক্ষণকারী আতঙ্ক বিরাজ করছে,রাতে
তারা স্বপ্নে হেঁটে বেড়ায়, বারান্দায় পায়চারী করে, বিড়বিড়
করে কি সব অবিনাশী মন্ত্র জপে! আর যখন সূর্যের আলো
আসমানের সাতটি পর্দা ফুঁড়ে ঘরের বদ্ধ জানালার ভাঙ্গা
ফাঁক গলে বালিশের নরম গালে চুমু খায়, তখনই ওরা হুড়মুড়
করে জেগে উঠে দিনটিকে কর্মময় ও অর্থবহ করে তুলত চায়,
কিন্তু পারে না, পারে না, কারণ সেই অদৃশ্য শক্তি নিশাচরের
ন্যায় যেমন বিদ্যুৎবেগে দাপিয়ে বেড়ায়, তেমনি দিবাকরের
ন্যায় সারাদিন চোখ মেলে ঈশ্বরের লীলা খেলা দেখে।

এমন জীবন- মৃত্যুর ক্ষণে, জাগ্রত-ঘুমন্ত থাকার তর্কে,
ভিতর- বাহিরে থাকার নিরিখে,মিলণ- বিচ্ছেদের প্রশ্নে
আমি নির্বাক থাকতে পারি না, আমি আমার ও আমার প্রিয়তমার নিঃসঙ্গ ও নিরস জীবন অবলোকন করে স্তব্ধ
হয়ে বসে থাকতে পারি না, এভাবে একটি অদৃশ্য শক্তির
করতলে আমি আমাদের ভালোবাসার রাজ্য সপে দিতে
পারি না; তাই আজ সব আধুনিক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে
জানতে এসেছি, তুমি কে হে? গোটা দুনিয়ায় তুমি ধ্বংসের
ঝড় তুলছো,কেউ কিছু বলছে না, ভালো কথা ।তাই বলে আমার ভালোবাসার নীড়ে তুফান তুলবে? তুমি জেনে রেখো,
এই ভালোবাসার শক্তি দু'টি গোলার্ধের সমান, তুমি পারবে না
তাকে হারাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast