ভাইরাসের পরাজয়
করোনার এই কঠিন সময়ে
করোনা অযথা ঘোরাঘুরি,
ভাইরাসের ভয়াল থাবায়
খাটে না কোনো জোরাজুরি।
ইউরোপ থেকে আমেরিকা
কোথায় লুকাবে, ওহে বিজ্ঞ?
সবখানেই করোনা মহামারী
নীরবে চালাচ্ছে হত্যাযজ্ঞ।
উহান থেকে শুরু হয়ে যা
ছড়িয়ে গেলো সারা বিশ্বে,
মানুষের বুদ্ধিমত্তা ছাড়িয়ে
ভাইরাস উঠে গেলো শীর্ষে।
সভ্যতা আজ কে চালায়?
সবার একটাই আজ প্রশ্ন,
বিজ্ঞানীরা ভাবতে ভাবতে
মস্তিষ্ক করছে অসহ্য উষ্ণ।
জ্ঞান- বিজ্ঞান আর প্রযুক্তি
চলছে এদের বাড়বাড়ন্ত,
তবু কেন মরণব্যাধি ভাইরাস
হয়ে উঠছে আরো বেশি দুরন্ত?
উত্তর কেউ চায় না এখন
চায় ভাইরাসের পরাজয়,
মানুষ ছিল অতি লড়াকু
থাকুক সে অসীম দূর্জয়।
করোনা অযথা ঘোরাঘুরি,
ভাইরাসের ভয়াল থাবায়
খাটে না কোনো জোরাজুরি।
ইউরোপ থেকে আমেরিকা
কোথায় লুকাবে, ওহে বিজ্ঞ?
সবখানেই করোনা মহামারী
নীরবে চালাচ্ছে হত্যাযজ্ঞ।
উহান থেকে শুরু হয়ে যা
ছড়িয়ে গেলো সারা বিশ্বে,
মানুষের বুদ্ধিমত্তা ছাড়িয়ে
ভাইরাস উঠে গেলো শীর্ষে।
সভ্যতা আজ কে চালায়?
সবার একটাই আজ প্রশ্ন,
বিজ্ঞানীরা ভাবতে ভাবতে
মস্তিষ্ক করছে অসহ্য উষ্ণ।
জ্ঞান- বিজ্ঞান আর প্রযুক্তি
চলছে এদের বাড়বাড়ন্ত,
তবু কেন মরণব্যাধি ভাইরাস
হয়ে উঠছে আরো বেশি দুরন্ত?
উত্তর কেউ চায় না এখন
চায় ভাইরাসের পরাজয়,
মানুষ ছিল অতি লড়াকু
থাকুক সে অসীম দূর্জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল ইসলাম ৩০/০৩/২০২০বাহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৩/২০২০Good...
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৩/২০২০খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৩/২০২০বেদনাবিধুর।
-
একনিষ্ঠ অনুগত ২৫/০৩/২০২০মানুষের চেষ্টা করে যাওয়া উচিৎ, একসময় নিশ্চয় সফলতা আসবে ইনশাআল্লাহ্।
-
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন) ২৫/০৩/২০২০বেশ ভালো
-
ফয়জুল মহী ২৫/০৩/২০২০সৃজনশীল ও মননশীল লেখা
-
আব্দুল হক ২৫/০৩/২০২০বেশ লিখেছেন