www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিবেদিতা

ভেবেছিলাম গান লিখবো কিন্তু লিখছি
কবিতা।
সবাই যখন ভালোবেসে গান লিখলো,
এবার তার প্রকাশটা না হয়
অন্য ভাবেই হোক- বলতে পারো
একেবারেই ভিন্ন রকম ভাবনা!

অমন ভিন্ন ভাবনারও কারণ আছে বৈকি;
ভিন্ কাননের প্রস্ফুটিত জুঁই,
তুলনাহীন তোমার ঐ পাপড়ি মেলানো
হাসি।
আর ঐ ডাগর চোখে ছদ্মবেশী
খুনের নেশা;
যেন তা কখনোই কাটে না!

মিথ্যা তোমার এ মায়াবী বদন,
মিথ্যা তোমার ঐ সস্তা বদান্যতা।
খুনেই তোমার নির্বাণ লাভ,
ওহে নিবেদিতা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast