ভেঙ্গে পোড়ো না সখি
তুমি ভেঙ্গে পোড়ো না গো সখি
আমি আসবো, এই কথা দিলাম,
কোনো এক বর্ষারাতে আশা রাখি
সারা গাঁয়ে বৃষ্টি মেখে,এই বললাম।
তবে এখন, এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ লগনে
আমায় আসতে বোলো না, আপাতত,
আমি আসবো, অবশ্যই পূর্ণ উদ্যমে
যখন সবাই থাকবে গভীর ঘুমে রত।
আমি আসবো, কারণ, তুমি নির্লোভ
তোমার ভালোবাসা শর্তহীন, নিষ্কলঙ্ক,
এই শঙ্কা- সন্দেহের যুগে তুমি দূর্লভ
অতিশয় সাহসী, উদার আর নিঃশঙ্ক।
স্বার্থপরতার বেড়াজাল চুঁকে গিয়ে
যখন ঊনজনে হয় তোমার সমর্পণ,
তখন সে হৃদ্যতার সিকিভাগ মেখে
কোনো এক নিশীথে করবো পদার্পণ।
তুমি সখি দেখো জানালায় উঁকি দিয়ে
সমস্ত ঝঞ্ঝা ও সংকোচ ঝেড়ে ফেলে,
সবার দৃষ্টির অগোচরে তোমাকে নিয়ে
ভালোবাসার সেই অরণ্যে যাবো চলে।
আমি আসবো, এই কথা দিলাম,
কোনো এক বর্ষারাতে আশা রাখি
সারা গাঁয়ে বৃষ্টি মেখে,এই বললাম।
তবে এখন, এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ লগনে
আমায় আসতে বোলো না, আপাতত,
আমি আসবো, অবশ্যই পূর্ণ উদ্যমে
যখন সবাই থাকবে গভীর ঘুমে রত।
আমি আসবো, কারণ, তুমি নির্লোভ
তোমার ভালোবাসা শর্তহীন, নিষ্কলঙ্ক,
এই শঙ্কা- সন্দেহের যুগে তুমি দূর্লভ
অতিশয় সাহসী, উদার আর নিঃশঙ্ক।
স্বার্থপরতার বেড়াজাল চুঁকে গিয়ে
যখন ঊনজনে হয় তোমার সমর্পণ,
তখন সে হৃদ্যতার সিকিভাগ মেখে
কোনো এক নিশীথে করবো পদার্পণ।
তুমি সখি দেখো জানালায় উঁকি দিয়ে
সমস্ত ঝঞ্ঝা ও সংকোচ ঝেড়ে ফেলে,
সবার দৃষ্টির অগোচরে তোমাকে নিয়ে
ভালোবাসার সেই অরণ্যে যাবো চলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০১/২০২০অনুপম ভাবনা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০১/২০২০nice
-
পি পি আলী আকবর ১৪/০১/২০২০দারুণ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৩/০১/২০২০অনন্য
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২০ভালো।