www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের অমরতা

হৃদ্বোধ হল যে, প্রেম সে অমর, চিরভাস্বর
ও চিরঞ্জীব; ঠিক গাত্রমাঝে অস্তিত্বহীন
নিরাকার আত্মার মত উভচর ও উভকালদর্শী।

অষ্টাদশী রেবেকার অসাড় দেহ, মৃত্যুহীন উদাস
চাহনি, পোয়াতির মত ফুলে ওঠা ছড়ানো হাত-পা,
চোখ-মুখ আর কপোলের ভাঁজে ভাঁজে স্বর্পিল বাঁকে
জড়ানো-ছড়ানো এলোমেলো কৃষ্ণবর্ণ কুন্তল, হলুদাভ
মুখ, শরীরের জায়গা জায়গা হতে স্খলিত বেগুনী
রঙের কাপড়,গলায় লৌই-বেড়ির ন‍্যায় গোলাকার
দড়ির কালসিটে দাগ, আর বক্ষ দেশে আছড়ে পড়া ভালবাসার লকেটে সাঁটানো জনৈক যুবকের
পৌরুষদীপ্ত অবয়বের হাস‍্যোজ্বল
ছবিই তার প্রমাণ।

সুনীল ই ছিল তার সীমাহীন পৃথিবী,
রোদ-বৃষ্টি-ঝড় ঠেকানো টেকসই ঘর,
নিদাঘে বটমূলের চামড়াজুড়ানো শীতল
হাওয়া,পৌষে গাঁয়ে জড়ানো পুরু লেপ;
গভীর ঘুমে দৃষ্ট ডালপালা গজানো স্বপ্ন
আর ধরনীর সব লেনদেন।

অলক্ষ্যে,জাত-কুল-ধর্মের চারা বাড়তে
থাকল; সুনীল উষ্টা খেল দিবালোকে
ধর্মের সুউচ্চ ঢিবিতে।
মৃতেরা বাকহীন, তাই কিয়ৎ চেয়ে রইল;
তাতেই হয়ে গেল জড়ের সহিত জীবিতের
অমর আলাপন,উভকালের মরীচাহীন
সন্ধি- হাতে হাত রেখে চলার: সমুদ্রসৈকতে,
পর্বত চূড়ায়, গহীন বনে,
আর সরু হয়ে নেমে আসা ঢালু উপত‍্যকায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast