সুখ
আমার দেশে থাকতো যদি
একটুখানি সুখ,
সন্ত্রাসীদের ভয়ে মোদের
কাঁপতো নাতো বুক।
সবুজ-শ্যামল প্রাণগুলো আজ
ঝঁরতো না এই দেশে,
শান্তি নামের সুখ পাখিটা
আসতো যদি হেসে।
একটুখানি সুখ,
সন্ত্রাসীদের ভয়ে মোদের
কাঁপতো নাতো বুক।
সবুজ-শ্যামল প্রাণগুলো আজ
ঝঁরতো না এই দেশে,
শান্তি নামের সুখ পাখিটা
আসতো যদি হেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ০৮/১১/২০১৭sundor
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৮/১০/২০১৭দারুন সুন্দর
-
মোঃ মুসা খান ২৭/১০/২০১৭দারুণ
-
আজাদ আলী ২৭/১০/২০১৭Darun
-
কে. পাল ২৭/১০/২০১৭Darun darun
-
সোলাইমান ২৭/১০/২০১৭অনেক সুন্দর। ছন্দ এবং সাথে সামাজিক চেতনার সাথে নিজের অক্ষমতা প্রকাশ।
-
কামরুজ্জামান সাদ ২৭/১০/২০১৭সুখের দেখা নাই