ভাবনাগুলো
অফিসের কাজের চাপ আর বসের
ঘ্যানর ঘ্যানর মাথার ছোট্ট খুলিকে
ক্যাপসুল বানিয়ে আটকে রাখতে
আর না পেরে আজ ফোন করে
ছুটি চেয়ে নিলাম।
কিন্তু আজ আকাশটা ভীষণ ঘোলা,
একছটা আলো নেই সূর্যের যে,
তার আলোয় অবগাহন করে নুয়ে
পড়া মরূময় দেহটাতে সাইমুমের
দানবীয় ঝড় তুলব;
তার অনিঃশেষ আর অবিভাজ্য শক্তিতে
মস্তিষ্কের নিউরনগুলো প্রস্ফুটিত করব-
যেন ভাবনাগুলো ইছামতির স্রোতের ন্যায়
মরূময় এ জীবনখাতায় আছড়ে পড়ে
রূপ নেয় কালজয়ী গান, বিদ্রোহী কবিতা
আর প্রিয়ার অভিনীত অমর চলচ্চিত্রে।
মেঘের বৃষ্টিকে তাই আলো ভেবে
মেখে নিলাম এ ক্লান্ত দেহে,
অমনি ভাবনারা ছুটে এলো
তোমাকে আঁকবে বলে।
ঘ্যানর ঘ্যানর মাথার ছোট্ট খুলিকে
ক্যাপসুল বানিয়ে আটকে রাখতে
আর না পেরে আজ ফোন করে
ছুটি চেয়ে নিলাম।
কিন্তু আজ আকাশটা ভীষণ ঘোলা,
একছটা আলো নেই সূর্যের যে,
তার আলোয় অবগাহন করে নুয়ে
পড়া মরূময় দেহটাতে সাইমুমের
দানবীয় ঝড় তুলব;
তার অনিঃশেষ আর অবিভাজ্য শক্তিতে
মস্তিষ্কের নিউরনগুলো প্রস্ফুটিত করব-
যেন ভাবনাগুলো ইছামতির স্রোতের ন্যায়
মরূময় এ জীবনখাতায় আছড়ে পড়ে
রূপ নেয় কালজয়ী গান, বিদ্রোহী কবিতা
আর প্রিয়ার অভিনীত অমর চলচ্চিত্রে।
মেঘের বৃষ্টিকে তাই আলো ভেবে
মেখে নিলাম এ ক্লান্ত দেহে,
অমনি ভাবনারা ছুটে এলো
তোমাকে আঁকবে বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭দারুণ দারুণ।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭বাহ
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Besh
-
টি এম আমান উল্লাহ ২৩/১০/২০১৭carry on
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭ভাল লিখেছেন কবি
-
সাঁঝের তারা ২২/১০/২০১৭বেশ