Reza367
যুদ্ধ ও সংলাপ
চারপাশে বইছে দামামা, যুদ্ধের দামামা,
তাবৎ বিশ্বে যুদ্ধ বেঁধেছে, অবিশ্বাসের।
লক্ষ-কোটি মানুষ পড়েছে অনিশ্চয়তায়,
এ এক অনিঃশেষ অনিশ্চয়তা।
বনের চঞ্চল হরিণী বা জলের পুঁটি মাছ,
ওরাও স্বস্তিতে নেই একবিন্দু; যেন মাত্রই
দেখে এলো জঙ্গলের গভীরে লুক্কায়িত
গ্রেনেডের বাক্স অথবা জলচর সাবমেরিন।
বাবুই পাখি, টিয়া কিংবা বক, যাই বলো,
ওরা কেউ আজ আপন নীড়ে শান্তি খোঁজে না;
ঠিক রাতের শহরে আবছা আলোর নীচে ঘরমুখো নারী।
টিয়া, বাবুই,রূপা আর নির্ভয়ারা-মিলেমিশে একাকার!
সাপ-বেজীতে যুদ্ধ, নারী-পুরুষে যুদ্ধ, যুদ্ধ শিয়াল-কুকুরে,
শুয়োর গুলো খাবলে খাচ্ছে মানচিত্র, আমার মায়ের বুক।
খাবলে খাচ্ছে শিশুর নিথর দেহ আর ওর পৃথিবী, কিন্তু
এই সন্দেহ, যুদ্ধ আর রক্ত- বইবে আর কতকাল?
এবার মুক্তি চাই, চাই শান্তির জন্য সংলাপ,
ভীতসন্ত্রস্ত বোনের জন্য চাই একতোড়া গোলাপ।
ডুবন্ত আয়লানের জন্য চাই তোমাদের ভালবাসা,
আর বাবুই, টিয়া,রূপাদের জন্য চাই খুনিদের মৃত্যু।
চারপাশে বইছে দামামা, যুদ্ধের দামামা,
তাবৎ বিশ্বে যুদ্ধ বেঁধেছে, অবিশ্বাসের।
লক্ষ-কোটি মানুষ পড়েছে অনিশ্চয়তায়,
এ এক অনিঃশেষ অনিশ্চয়তা।
বনের চঞ্চল হরিণী বা জলের পুঁটি মাছ,
ওরাও স্বস্তিতে নেই একবিন্দু; যেন মাত্রই
দেখে এলো জঙ্গলের গভীরে লুক্কায়িত
গ্রেনেডের বাক্স অথবা জলচর সাবমেরিন।
বাবুই পাখি, টিয়া কিংবা বক, যাই বলো,
ওরা কেউ আজ আপন নীড়ে শান্তি খোঁজে না;
ঠিক রাতের শহরে আবছা আলোর নীচে ঘরমুখো নারী।
টিয়া, বাবুই,রূপা আর নির্ভয়ারা-মিলেমিশে একাকার!
সাপ-বেজীতে যুদ্ধ, নারী-পুরুষে যুদ্ধ, যুদ্ধ শিয়াল-কুকুরে,
শুয়োর গুলো খাবলে খাচ্ছে মানচিত্র, আমার মায়ের বুক।
খাবলে খাচ্ছে শিশুর নিথর দেহ আর ওর পৃথিবী, কিন্তু
এই সন্দেহ, যুদ্ধ আর রক্ত- বইবে আর কতকাল?
এবার মুক্তি চাই, চাই শান্তির জন্য সংলাপ,
ভীতসন্ত্রস্ত বোনের জন্য চাই একতোড়া গোলাপ।
ডুবন্ত আয়লানের জন্য চাই তোমাদের ভালবাসা,
আর বাবুই, টিয়া,রূপাদের জন্য চাই খুনিদের মৃত্যু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/১০/২০১৭
-
সাঁঝের তারা ১৭/১০/২০১৭মুক্তি চাই, শান্তি চাই ... কিন্তু পাবো কি, আসবে কি? খুব ভালো ...
-
অমিত শমূয়েল সমদ্দার ১৭/১০/২০১৭ভাল লিখেছেন কবি
-
আজাদ আলী ১৭/১০/২০১৭সুপ্রভাত প্রিয় কবি। বেশ ভালো লাগলো।
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭ভালো লাগলো
-
সাঁঝের তারা ১৬/১০/২০১৭বেশ ভালো
আশা পূরণ হোক । ধন্যবাদ সহ ...