সৎ কর্মশীল বন্দুর উপযোগিতা
শেখ সাদী (রহঃ) এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সে সময় ঢিলা- কুলূপ ব্যবহার করার জন্যে জমি হতে একটি মাটির টুকরা কুঁড়িয়ে নিলেন। তারপর তিনি দেখলেন ঐ মাটির টুকরা হতে সুগন্ধি বের হচ্ছে, তিনি যারপরনাই আশ্চর্য হয়ে গেলেন এবং ঐ মাটির টুকরাকে বললেন তোমার কাছ হতে সুগন্ধির ঘ্রান আসছে এটা কেমনে সম্ভব হল, তখন ঐ মাটির টুকরার জবান দিয়ে বের হল, আমি তো নগণ্য মাটি আমি সব সময় সুগন্ধি ফুলের সাথে বসবাস করি তাই হয়তো এমন লাগছে আপনার কাছে। একথা শোনার পর তিনি মাটির টুকরা মাটিতেই ফেলে দিলেন আর ব্যবহার করলেন না।
***পুনশ্চঃ সৎ কর্মশীল বন্দুর সাথে থাকলে সত্য পথের দিকে ধাবিত করে যেমন মাটি ফুলের সাথে বসবাস করে সুগন্ধি ঘ্রান তার শরীরে ধারন করতে পেরেছে।***
##সত্য_উপলব্ধিঃ হে দয়াময় আল্লাহ্ আমাকে সৎ কর্মশীল বন্দুদের দলভুক্ত করুন, সৎ ও সত্যবাদীদের সাথে সর্বদা চলাফেরার তাওফিক দিন, অসৎদের সাথে নয় যারা আমাকে বিপথে পরিচালিত করবে ও বিপদের দিকে ধাবিত করতে কুন্ঠাবোধ করবে না।
~~~ রেজাউল আবেদীন। রোজঃ শনিবার, ২৩/০৬/২০১৮ইং। সিলেট।
***পুনশ্চঃ সৎ কর্মশীল বন্দুর সাথে থাকলে সত্য পথের দিকে ধাবিত করে যেমন মাটি ফুলের সাথে বসবাস করে সুগন্ধি ঘ্রান তার শরীরে ধারন করতে পেরেছে।***
##সত্য_উপলব্ধিঃ হে দয়াময় আল্লাহ্ আমাকে সৎ কর্মশীল বন্দুদের দলভুক্ত করুন, সৎ ও সত্যবাদীদের সাথে সর্বদা চলাফেরার তাওফিক দিন, অসৎদের সাথে নয় যারা আমাকে বিপথে পরিচালিত করবে ও বিপদের দিকে ধাবিত করতে কুন্ঠাবোধ করবে না।
~~~ রেজাউল আবেদীন। রোজঃ শনিবার, ২৩/০৬/২০১৮ইং। সিলেট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৭/২০১৮মূল্যবান কথা।