অবাক জিজ্ঞাসা
শীতের সকাল কাঁথামুড়ি দিয়ে
পড়তে বসে চিনু আর মিনু
চিনুর জিজ্ঞাসা বলতো মিনু
স্বার্থক জনম বলে কারে?
মিনু বলে, নিজকে যে জানে
আর জন্ম থেকে মৃত্যু অবধি
জ্ঞানার্জনে থাকে যে, প্রথমত সে,
দ্বিতীয়তঃ দেশের তরে যুদ্ধ করে
জীবন বাজী রাখে যেজন।
গণ্য দুজন সবার আগে
ধন্য- ধন্য -ধন্য তাদের জীবন।।
~~ রেজাউল আবেদীন। ~~~ ডিসেম্বর ১৪ ' ১৯৯৯ ইং, দুপুর ১২ঃ৪৫ মিঃ
৫ ই রমজান।
পড়তে বসে চিনু আর মিনু
চিনুর জিজ্ঞাসা বলতো মিনু
স্বার্থক জনম বলে কারে?
মিনু বলে, নিজকে যে জানে
আর জন্ম থেকে মৃত্যু অবধি
জ্ঞানার্জনে থাকে যে, প্রথমত সে,
দ্বিতীয়তঃ দেশের তরে যুদ্ধ করে
জীবন বাজী রাখে যেজন।
গণ্য দুজন সবার আগে
ধন্য- ধন্য -ধন্য তাদের জীবন।।
~~ রেজাউল আবেদীন। ~~~ ডিসেম্বর ১৪ ' ১৯৯৯ ইং, দুপুর ১২ঃ৪৫ মিঃ
৫ ই রমজান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৮/০২/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন
-
মো : আবুল হোসেন ০৭/০২/২০১৮সুন্দর
-
রা-ফা ০৭/০২/২০১৮খুব সুন্দর হয়েছে