ইলিশা সমাচার
ইলিশা সমাচার -
- রেজাউল আবেদীন।
~~~~~~~~~~~~~~~~~~
ইলিশ এক নামী ফিস এটা কিনে বদ্দায়!
ঝাঁকে ঝাঁকে ইলিশ মেলে পদ্মায়,
বিভিন্ন নদ-নদীতে ও বংঙ্গোপসাগরে,
পদ্মা ও মেঘনা একত্রে মিলেছে চাঁদপুরে,
সেখানের ইলিশা খেতে ভারী মজা আহারে!
বাংলার রুপালি ইলিশ মাছের ভাজা,
মচমচিয়ে তৃপ্তি নিয়ে খেতে যে ভারী মজা,
সরষে ইলিশ মাছের পানি ঝরানো ঝোল,
খেয়ে হারিয়েছিল একদা রুচির বোল!
পকেটে না থাকলে এবার কড়কড়ি টাকা,
কেমনে ইলিশার উৎসবে খেতে যাবো ঢাকা?
ইলিশ জাতীয় মাছ কে রেখেছিল এর নাম?
স্বাদটা বেশ সুস্বাদু বলে লোকেরা বাড়িয়ে দিয়েছে এর দাম !
-----> ২৬ সেপ্টেম্বর' ২০১৭ইং
- রেজাউল আবেদীন।
~~~~~~~~~~~~~~~~~~
ইলিশ এক নামী ফিস এটা কিনে বদ্দায়!
ঝাঁকে ঝাঁকে ইলিশ মেলে পদ্মায়,
বিভিন্ন নদ-নদীতে ও বংঙ্গোপসাগরে,
পদ্মা ও মেঘনা একত্রে মিলেছে চাঁদপুরে,
সেখানের ইলিশা খেতে ভারী মজা আহারে!
বাংলার রুপালি ইলিশ মাছের ভাজা,
মচমচিয়ে তৃপ্তি নিয়ে খেতে যে ভারী মজা,
সরষে ইলিশ মাছের পানি ঝরানো ঝোল,
খেয়ে হারিয়েছিল একদা রুচির বোল!
পকেটে না থাকলে এবার কড়কড়ি টাকা,
কেমনে ইলিশার উৎসবে খেতে যাবো ঢাকা?
ইলিশ জাতীয় মাছ কে রেখেছিল এর নাম?
স্বাদটা বেশ সুস্বাদু বলে লোকেরা বাড়িয়ে দিয়েছে এর দাম !
-----> ২৬ সেপ্টেম্বর' ২০১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭বেশ সুন্দর
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭ইলিশের পাঁচালি। বাহ! বেশ। শুভেচ্ছা।
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Fine dedication for ILISH