এসো কল্যান ও ভালবাসার জন্যে
যে কাজে কল্যানের বিন্দু মাত্র ও আশা আছে সে রাস্তায় ব্যয় করো বা লোকজনকে তা করতে উৎসাহিত- অনুপ্রাণিত করো। মনীষীদের চিন্তা-চেতনা সার্বজনীন ও বড় মাপের হয়, অকল্যাণের নয়। কারন তারা বিশ্বাস করে জাত, বর্ণ ভেদাভেদ ভুলে পীড়িত, অসহায়, দুঃস্থদের প্রতি দয়া-করুণা, ভালবাসা প্রভৃতি প্রদর্শনের ফলে পৃথিবীময় শান্তি বিরাজ করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৯/২০১৭
-
প্রিয় ২৩/০৯/২০১৭👍👍👍👍👍👍👍👍
-
এম এম মেহেরুল ২৩/০৯/২০১৭সুন্দর অভিব্যাক্তি
-
এম এম মেহেরুল ২৩/০৯/২০১৭ভালোই হয়েছে
-
সাঁঝের তারা ২১/০৯/২০১৭ভাল কথা
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০১৭অভিজ্ঞতা চাই তথ্যনির্ভর!পরেরবার ঠিকঠাক লিখবেন আশা রাখি।
হোক সবার জীবন মধুময় এর সুখময় ।