www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিংস্ররা থামো মানুষের হৃদয় দিয়ে চিৎকার মানুষের আর্তনাদ শুনো

ঈদ আগমনের ক্ষণে, সময়ের বহমান স্রোতে,
কার না মনে খুশির ফোয়ারা না ছুটে,
তাবৎ হিংস্র মায়ানমারের আরাকান রাজ্যে বৌদ্ধরা মারছে নির্দোষ মুসলমানেরে,
রোহিঙ্গা মুসলমানের ঘরে এই ঈদ উৎসবে কান্নার-আহাজারির গগন বিদারী স্বর ভাসে !
তারা ছুটছে প্রানের মায়ার বাঁধন ছেড়ে হিজরতে খোলা আকাশের নীচে! কেউবা ডুবছে নাফ নদীতে, কেউবা বঙ্গোপসাগরে!
আজ এই সভ্য পৃথিবীতে অসভ্যতা ঢের মাথা ছেড়ে উঠেছে!
মনুষ্য বিবেক হ্রাস পেয়েছে, রক্ত চোষা প্রানীর উন্মত্ত নেশার তালে বুঁদ হয়েছে! শয়তানী শক্তির রণ যুদ্ধে, আজ বৌদ্ধ ভিক্ষুর শেখানো বোল - " জীব হত্যা মহা পাপ" বা " জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়" নাফ নদীর উম্মাদনার ঢেউয়ে তলিয়ে গেছে অতল তলে !!!
খবরে প্রকাশ হিন্দুরা ও মরছে, মরছে অগনিত শিশু, নারীপুরুষ মুসলমান,
দাপিয়ে বেড়াচ্ছে বার্মিজ নওজোয়ান নিষ্পাপ মাসুম বাচ্চাদের দিকে!
রাঙ্গা তলোয়ার নয়তো বন্দুকের নল তাক করে সম্ভ্রম হানি করছে বোনদের!
জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়কার করছে মুসলিম অধ্যুষিত আরাকান রাজ্যের বাড়ি-ঘর,
কাঁপিয়ে দিয়েছে মানবতা, মনুষ্য আত্মা, ভাইবোনদের দুর্দিনে কিছু একটা করো!
প্রতিবাদী সোচ্চার হও, বিশ্বব্যাপিয়া এর প্রতিবাদ পেশ করো,
যেন বোধোদয় হয় নরকের কীটদের, নেশা ছুটে যায়, ক্লান্ত হয় পাষণ্ড চিত্ত,
আসলে অমানুষের হৃদয় কি কখনো শুনিতে পায় মানুষের চিৎকার -আর্তনাদ?
যদি না শুনে জাতিসংঘ, বিশ্ব বিবেক, তব এখুন্নি সময় একজোট হও সকল মুসলমান, ইসলামী দেশ,
যে শান্তির বানী আলকোরআন হতে শিখিয়েছে- "মুসলমান মুসলমানের ভাই" মোদের ধর্মতো ইসলাম যেথায় নিরপরাধ কাউকে হত্যা করতে শেখায়নি।


~~~ রচনাকালঃ রেজাউল আবেদীন। ০১.০৯.২০১৭ইং, শুক্রবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০২/০৯/২০১৭
    ভালো ভাবনা - যে কোন ধর্মান্ধতা ও মানুষে মানুষে যুদ্ধা কখনো শান্তির পথ নয়...
    • রেজাউল আবেদীন ১১/০৯/২০১৭
      শান্তি তো মানুষ মেরে মানুষ কখনো পায় না, অমানুষেরা জগতের সকল প্রাণী সুখে থাকুন তা চায় না ! ধন্যবাদ
  • বিষয় ভালো।
    • রেজাউল আবেদীন ১১/০৯/২০১৭
      ধন্যবাদ আপনাকে। বিষয়টি নিজের বিবেক ও মনুষ্য বিচারবোধকে ব্যাপকভাবে আন্দুলিত করেছে তাই লিখা !
 
Quantcast