সফেদ নুরানী বেশে আশেকের কাছে
পরান যার রয়েছে তার কিন্তু গিয়াছে মিশিয়া অপরের দেহে,
জাগ্রত নয় তবু কি থেমেছে প্রেম অপার্থিব মোহে,
অঘোর ঘুমের রেশে এসেছেন পুণ্যবান সফেদ মোহময়ী নুরানী বেশে,
কেটেছে মতিভ্রম যব দেখেছে দিব্য চক্ষে,
হাজির হয়েছে মোর্সেদ আপন আলয়ে নিঃস্বর বক্ষে ।
তুমি করহে স্মরণ , আমরণ, দয়ার কান্ডারীগনের,
পথ পাবে সুপথের, ব্যথা-বেদনা ঘুছে যাবে কর আরাধনা !
জাগ্রত নয় তবু কি থেমেছে প্রেম অপার্থিব মোহে,
অঘোর ঘুমের রেশে এসেছেন পুণ্যবান সফেদ মোহময়ী নুরানী বেশে,
কেটেছে মতিভ্রম যব দেখেছে দিব্য চক্ষে,
হাজির হয়েছে মোর্সেদ আপন আলয়ে নিঃস্বর বক্ষে ।
তুমি করহে স্মরণ , আমরণ, দয়ার কান্ডারীগনের,
পথ পাবে সুপথের, ব্যথা-বেদনা ঘুছে যাবে কর আরাধনা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৪/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭বা, বেশ!
-
সাঁঝের তারা ২৪/০৭/২০১৭ভাল