শাপলা ফোঁটা ঝিলের মাঝে
শাপলা ফোঁটা ঝিলের মাঝে সুয্যি ঝিলিক মেরেছে,
উদাস মাঝির মনটা ঐ দৃশ্য কেড়েছে,
তাই মনের ছটফট আর আনচান বেড়েছে,
সুন্দরি মনমাতানো বিলের আভা কি অপরূপ লেগেছে,
পুনঃবার কিঞ্চিৎ না দ্যাখায় খারাপ লেগেছে!
উদাস মাঝির মনটা ঐ দৃশ্য কেড়েছে,
তাই মনের ছটফট আর আনচান বেড়েছে,
সুন্দরি মনমাতানো বিলের আভা কি অপরূপ লেগেছে,
পুনঃবার কিঞ্চিৎ না দ্যাখায় খারাপ লেগেছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৬/০৭/২০১৭সুন্দর হয়েছে
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭চমৎকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৭/২০১৭সুন্দর!
-
বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭বাহ্ কবি বাহ্! ছন্দের বেশ তবলা বাজিয়েছেন! আরেকটু টান মারতে পারলে মনে হয় মনের আনচান ভাবটা কমে যেতো। দিবেন নাকি আরও কয়েকটা লাগিয়ে।
এগিয়ে যান কবি। সময় এখনো হয়নি শেষ। -
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭চমৎকার লিখেছেন