www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালো লাগে না

ভালো লাগে না! ~~~
☀☀☀☀☀☀☀☀☀☀☀
ভাল লাগে না মিথ্যে বলা
ভাল লাগে না বিপথে চলা!
ভাল লাগে না বাজে বকুনি
ভাল লাগে না মনুষ্য পিঠুনি
ভাল লাগে না বাংলা গাড়ি চলে না
ভাল লাগে না অসময়ে কোকিল ডাকে না!
ভাল লাগে না তাই চাই নাটাই
ভাল লাগে না গরমে পাই চাটাই!
ভাল লাগে না ওহে প্রজাপতি ডানামেল
ভাল লাগে না আমায় উড়িয়ে তেপান্তরে নিয়ে চল!
ভাল লাগে না বেশী কথা বলা
ভাল লাগে না বিদেশী ছলা কলা!
ভাল লাগে না মারা-মারি, হানা-হানি
ভাল লাগে না ছাড়া-ছাড়ি, অন্যের দোষ জানা-জানি!
ভাল লাগে না মেকি প্রেম, মিথ্যে অহংকার
ভাল লাগে না লাফা-লাফি, দাপা-দাপি
ভাল লাগে না অহেতুক কাপা-কাপি!
ভাল লাগে না বন্ধু ছাড়া, সত্যেই যে আনন্দ
ভাল লাগে না গল্প ছাড়া, বিষেদ নিরানন্দ!
ভাল লাগে না তোর গোমড়া- মলিন মুখ
ভাল লাগে না কোথায় যে পাই অমলিন সুখ?

###রেজাউল_আবেদীন, রচনাঃ বিকেল ৬:৩৫ , ০৫/০৬/২০১৬ ইং, রোজ- রবিবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১৯/০৬/২০১৭
    ভাল না লাগলে কোথাও কি অমলিন সুখ পাওয়া যাবে? সুন্দর কবিতা...
    • রেজাউল আবেদীন ১৯/০৬/২০১৭
      হা , অমলিন সুখ পেতে হলে নিজের মনকে আগে গুটিয়ে নিতে হবে, মনের সকল অতি চাহিদাকে দমিয়ে রাখতে হবে, দুনিয়া প্রেম, মেকী মায়াজাল মন থেকে মুছে ফেলতে হবে, পাপে জড়ানো যাবে না, কমে তুস্ট থাকতে হবে, অন্তরকে একমাত্র সৃষ্টিকর্তার দিকে ধাবিত করতে হবে, সকল সময় প্রভুর স্মরণে থাকতে হবে। কোন মানুষের বা সৃষ্টির আরাধনা করা যাবে না। তাহলে হৃদয়ে জন্মাবে চীর শান্তি, শান্তি আর অমলিন সুখ, যা চীরকালীন মুক্তিপথের দিশা কভু ফুরাবার নহে। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
  • অপূর্ব!
  • Tanju H ১৭/০৬/২০১৭
    অপূর্ব কবি।
    বর্ষাস্নাত কদম ফুলের শুভেচ্ছা।
    • রেজাউল আবেদীন ১৮/০৬/২০১৭
      বর্ষাস্নাত কদমফুলের তাজা শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন ফুলময়, সুঘ্রাণ ও মন মাতানো পরিবেশে। সুন্দর করে সবাইকে নিয়ে আনন্দে ঈদ করুন, আগাম প্রীতিময় ঈদ শুভেচ্ছা রইল।
  • ভাল্লাগেনা বাড়াবাড়ি!
  • Abdullah Al Mamun ১৭/০৬/২০১৭
    Valo
  • মোনালিসা ১৭/০৬/২০১৭
    সুন্দর
  • নির্দেশমূলক।
    • রেজাউল আবেদীন ১৮/০৬/২০১৭
      ধন্যবাদ প্রিয় ডঃ কবি আপনার মন্তব্যের জন্যে।
  • রাখাল বালক ১৭/০৬/২০১৭
    সত্য বলা
    সুপথে চলা
    উজ্জল মুখ
    নিজের ভিতরে বাড়িয়ে দেয় সুখ

    খুবই ভাল,শুভ কামনা রইল
    • রেজাউল আবেদীন ১৮/০৬/২০১৭
      ঠিক বলেছেন, রাখাল বালক! সত্য বল সুপথে চলো ওরে আমার মন। উজ্জল মনে আগাবে তুমি প্রিয়র সনে আনমনে!
 
Quantcast