অর্থনৈতিক মুক্তি সবাই চায়
অর্থনৈতিক মুক্তির লক্ষে মানুষকে লড়তে হয়, যদি সে একাও হয়, কিন্তু যদি তার পিছুটান থাকে যেমনঃ বউ, বাচ্চা, মা-বাবা, ভাই বোন তাহলে তাকে আরো বেশী দায়িত্ব নিয়ে আয় রোজগারের পেছনে ছুটতে হয়, বেশ হিমশিম খেতে হয় যদিনা সে অভীষ্ট লক্ষে কামিয়াবি অর্জন করতে না পারে।তবে পরিশ্রমীদের তার জীবনে সৃষ্টিকর্তা ভাগ্য পরিবর্তন করে দেন, সাফল্যের সুখ পান করান, আলস্য বা অস্তির মস্তিস্কদের নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।