বল্টু ও বল্টুর বস (মিঃ ডুডা ভাইয়ের) পরস্পর কথোপকথন
বল্টু ও বল্টুর বস (মিঃ ডুডা ভাই) পরস্পর ছুটির এক শীতের দিনে কথোপকথন সেরে নিয়েছে এভাবে !!!
মিঃ ডুডা ভাইঃ -->> কিরে বল্টূ আজ আরামচে দুপুরের খাবার সেরে প্রচুর ঘুমালাম প্রায় ২ ঘণ্টা কিন্তু ঘুমটাতো আমায় ছাড়তে চাইছে না, মনে হচ্ছে ঘুমই লাগেনি!!!
বল্টুর জবাবঃ -->> আপনি মনে হয় ঘুমের বাড়ী না গিয়ে বিদেশীনির বাড়ী টারি, আর ঐ ভিনদেশের পার্টি, আমোদ ভ্রমণ করতেছিলেন আমায় না বলে, না নিয়ে তাই এমন লাগছে !
মিঃ ডুডা ভাইঃ -->> কিরে তুই কেমনে জানলে ব্যাটা বল্টুস, তুই কি সবজান্তা রে হারামজাদা?
বল্টুর জবাবঃ -->>জ্বে হাঁ বস আমি যে সবজান্তা তা কি আপনি আগে থেকে যানতেন না??
মিঃ ডুডা ভাইঃ -->> দাঁড়ারে হারামজাদা আজ আমি তো দুপুরে খেয়ে দেয়ে ভাল করে আরামকরে ঘুমিয়েছিলাম! আর তোকে আজ রাত্রে না খাইয়ে ঘুম পারাব তবেই বুঝবি আমি শীতের দুপুরের ঘুমের মাঝে ছিলাম নাকি পার্টি করতে ছিলাম !!!
বল্টুর অবস্থাঃ -->> দৌড় দৌড়ে সামনে থেকে পালাল ব্যাটা আর শীতের রাতে না খেয়ে থাকার ভয় তো বোনাস আছেই!
মিঃ ডুডা ভাইঃ -->> কিরে বল্টূ আজ আরামচে দুপুরের খাবার সেরে প্রচুর ঘুমালাম প্রায় ২ ঘণ্টা কিন্তু ঘুমটাতো আমায় ছাড়তে চাইছে না, মনে হচ্ছে ঘুমই লাগেনি!!!
বল্টুর জবাবঃ -->> আপনি মনে হয় ঘুমের বাড়ী না গিয়ে বিদেশীনির বাড়ী টারি, আর ঐ ভিনদেশের পার্টি, আমোদ ভ্রমণ করতেছিলেন আমায় না বলে, না নিয়ে তাই এমন লাগছে !
মিঃ ডুডা ভাইঃ -->> কিরে তুই কেমনে জানলে ব্যাটা বল্টুস, তুই কি সবজান্তা রে হারামজাদা?
বল্টুর জবাবঃ -->>জ্বে হাঁ বস আমি যে সবজান্তা তা কি আপনি আগে থেকে যানতেন না??
মিঃ ডুডা ভাইঃ -->> দাঁড়ারে হারামজাদা আজ আমি তো দুপুরে খেয়ে দেয়ে ভাল করে আরামকরে ঘুমিয়েছিলাম! আর তোকে আজ রাত্রে না খাইয়ে ঘুম পারাব তবেই বুঝবি আমি শীতের দুপুরের ঘুমের মাঝে ছিলাম নাকি পার্টি করতে ছিলাম !!!
বল্টুর অবস্থাঃ -->> দৌড় দৌড়ে সামনে থেকে পালাল ব্যাটা আর শীতের রাতে না খেয়ে থাকার ভয় তো বোনাস আছেই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৫/২০১৮ভ্যালো।
-
মো: মাসুদুর রহমান ২৬/০৮/২০১৭বাস্তব
-
মোনালিসা ২৪/০৮/২০১৭ধুর ছাই
-
সুশান্ত বিশ্বাস ২২/০৮/২০১৭অনেক মজা পেলাম,,,,,, আরো লিখুন।।।।।
-
সুকুমার রায় জীবন ০৪/০৮/২০১৭আরেকটু ভাল করা যেত।
-
আ'বিরু সাবীল ০৩/০৮/২০১৭এমন সিরিয়াস লেখা কৌতুক ক্যাটাগরিতে দিলেন ক্যামনে? আমার কাঁদতে ইচ্ছে করছে।
-
মোনালিসা ২৬/০৭/২০১৭হাসি আসেনা ফালতু
-
এস, এম, আরশাদ ইমাম ২৫/০৭/২০১৭বিন্যাস, শব্দ চয়ন, থীম কোনটাই ভালভাবে উপস্থাপিত হয়নি। ফলে আনন্দ তো লাগেই নি, বরং পড়ার পর বুঝলাম না কী বলতে চাইলেন, আর কী ভুঝলাম। ব্যর্থ পাঠক বোধহয়।
-
মোনালিসা ১৪/০৭/২০১৭অছাম
-
মোহাম্মদ রাসেল প্রধান ১৪/০৭/২০১৭হাসিই আসে না
-
কবীর হুমায়ূন ২৪/০৬/২০১৭ভালোই হয়েছে।
-
মো: মাসুদুর রহমান ১৮/০৬/২০১৭বাহ দারুণ
-
দীপঙ্কর বেরা ১৩/০৬/২০১৭ভালো লাগল
-
আমি-তারেক ১০/০৬/২০১৭sundor proyash...
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭অনেক ভালো লেগেছে মান্যবর।
-
আব্দুল হক ০৬/০৬/২০১৭ছোট লিখা! বেশ সুন্দর লেগেছে। ধন্যবাদ!