বন্ধুত্ব ও বন্ধু দিবস
বন্ধুত্ব পৃথিবীতে পাওয়া দু বা একাধিক মনের এক অমূল্য বন্ধন
বিধাতার দেয়া মায়ার বাঁধন যা কখনো হারাবার নয়!
বন্ধু দিবস শুধু প্রতি বছরের অগাস্টের প্রথম রবিপ্রহর ও দিবসের হয়!
এক দিবস বন্দুত্ব তো অনেক বেশী হেঁয়ালি ও চেতনার যা নামমাত্রেরই
বন্ধু ও বন্দুত্বের রয়েছে কতক ধাপ যেমনি রয়েছে মতি
শৈশবের কেবলই খেলার সাথী অজানায় হয়ে যায় মনের বাতি
হয়তোবা তার সাথে আড্ডায়, গানে, দুস্টোমিতে আসে ফোয়ারার গতি!
যৌবনক্ষনে বন্ধুত্ব হয় কখনো আচমকা দৃষ্টি মিলনে,
একাকী হাসি পায় আর যার লাগি পরাণ করে আনচান!
তাকে মনে পড়ে কখনো আশাতীত বেলায়, কখনো বা স্বর্ণালী সন্ধ্যায়
বন্ধুত্ব হয়তো বা হয় কখনো দুরমেঠো পথে চলতে সময় ক্ষনিক দেখায়
আবার কোন এক দিবসের মাঠে গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, কানামাছি খেলায়,
কখনো পাঠশালায়, বোশেকের মেলায়, বট বৃক্ষের ছায়ায় তলায়
কখনো ভোরে পদব্রজে হাঁটার সময় পার্কের কিনারে সাক্ষাতে!
কাছের ভাল বন্ধু সেই হয় যার সাথে ভাগ হয় সুখ ও দুঃখের বারতা
অমলিন গাঢ় সম্পর্কের স্বার্থছাড়া প্রীতিময় স্নেহ, শ্রদ্ধা ও ভাললাগাই বন্ধুত্ব।
- রেজাউল আবেদীন। রচনাঃ ০৭/০৮/২০১৬ইং, রোজ-রবিবার।
বিধাতার দেয়া মায়ার বাঁধন যা কখনো হারাবার নয়!
বন্ধু দিবস শুধু প্রতি বছরের অগাস্টের প্রথম রবিপ্রহর ও দিবসের হয়!
এক দিবস বন্দুত্ব তো অনেক বেশী হেঁয়ালি ও চেতনার যা নামমাত্রেরই
বন্ধু ও বন্দুত্বের রয়েছে কতক ধাপ যেমনি রয়েছে মতি
শৈশবের কেবলই খেলার সাথী অজানায় হয়ে যায় মনের বাতি
হয়তোবা তার সাথে আড্ডায়, গানে, দুস্টোমিতে আসে ফোয়ারার গতি!
যৌবনক্ষনে বন্ধুত্ব হয় কখনো আচমকা দৃষ্টি মিলনে,
একাকী হাসি পায় আর যার লাগি পরাণ করে আনচান!
তাকে মনে পড়ে কখনো আশাতীত বেলায়, কখনো বা স্বর্ণালী সন্ধ্যায়
বন্ধুত্ব হয়তো বা হয় কখনো দুরমেঠো পথে চলতে সময় ক্ষনিক দেখায়
আবার কোন এক দিবসের মাঠে গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, কানামাছি খেলায়,
কখনো পাঠশালায়, বোশেকের মেলায়, বট বৃক্ষের ছায়ায় তলায়
কখনো ভোরে পদব্রজে হাঁটার সময় পার্কের কিনারে সাক্ষাতে!
কাছের ভাল বন্ধু সেই হয় যার সাথে ভাগ হয় সুখ ও দুঃখের বারতা
অমলিন গাঢ় সম্পর্কের স্বার্থছাড়া প্রীতিময় স্নেহ, শ্রদ্ধা ও ভাললাগাই বন্ধুত্ব।
- রেজাউল আবেদীন। রচনাঃ ০৭/০৮/২০১৬ইং, রোজ-রবিবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ২২/০৫/২০১৭সত্যি বন্ধু মানে সুখ দুখের সাথী
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৫/২০১৭অনেক ভালোলাগা।
-
সাঁঝের তারা ২২/০৫/২০১৭ভাল কথা...