বাচ্চা শিশু ও বয়স্কের ভাবনা
বাচ্চা শিশু দোলে, মায়ের কোলে কোলে
বাচ্চা শিশু নাচে, মায়ের পাছে পাছে
বাচ্চা শিশু হাসে, লোকে যদি হাসে
বাচ্চা শিশু কাঁদে, মেকি যদি কাঁদে!
বাচ্চা শিশু দৌড়ায়, মা যদি ক্ষ্যাপায়,
বাচ্চা শিশুর গানে, মন আদরে টানে!
বাচ্চারা নিষ্পাপ, হউক না সে পশুর করেনা সে পাপ!
বাচ্চা শিশু আহ্লাদে মিষ্টি, বিধাতার অপূর্ব সৃষ্টি,
বাচ্চা শিশু হৃদয়ের দোলা, মন নিয়ে করে খেলা,
বাচ্চা শিশু বেজায় ভালো, বড় হয়ে দেয় যদি সে আলো।
~~~ রেজাউল আবেদীন, রবিবার, ৩০/০৪/২০১৭ ইং।
বাচ্চা শিশু নাচে, মায়ের পাছে পাছে
বাচ্চা শিশু হাসে, লোকে যদি হাসে
বাচ্চা শিশু কাঁদে, মেকি যদি কাঁদে!
বাচ্চা শিশু দৌড়ায়, মা যদি ক্ষ্যাপায়,
বাচ্চা শিশুর গানে, মন আদরে টানে!
বাচ্চারা নিষ্পাপ, হউক না সে পশুর করেনা সে পাপ!
বাচ্চা শিশু আহ্লাদে মিষ্টি, বিধাতার অপূর্ব সৃষ্টি,
বাচ্চা শিশু হৃদয়ের দোলা, মন নিয়ে করে খেলা,
বাচ্চা শিশু বেজায় ভালো, বড় হয়ে দেয় যদি সে আলো।
~~~ রেজাউল আবেদীন, রবিবার, ৩০/০৪/২০১৭ ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২২/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
সাঁঝের তারা ২২/০৫/২০১৭বেশ ভাল
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২২/০৫/২০১৭ঠিক বলেছেন শিশু অন্যেরা যা করে সে তাই করে। একটু সচেতন হওয়ার দরকার